World

চেঁচে উঠে এল বাসের ছাদ, যাত্রীরা দেখলেন মাথার ওপর খোলা আকাশ

যাত্রীরা বসে ছিলেন বাসে। মাথার ওপর বাসের ছাদ। ফলে মাথা ঢাকা। আচমকা তাঁরা দেখলেন তাঁদের মাথার ওপর চাল নেই। রয়েছে খোলা আকাশ।

Published by
News Desk

একটি বাস বেশ চলেছিল যাত্রীদের নিয়ে। বাসটি আবার দোতলা। দোতলায় যাঁরা বসেছিলেন তাঁদের মাথার ওপর বাসের ছাদ। সেই ছাদ দিয়ে ঢাকা উপরটা। বাসটি বেশ গতিতেই ছিল। এমন সময় বাসের দোতলায় বসা যাত্রীরা আঁতকে উঠলেন এক হাড় হিম করা আওয়াজে।

সেই আওয়াজ পাওয়াই শুধু নয়, তাঁরা অনেকেই আঘাত পেলেন। কারও বেশি তো কারও কম। বাসের ছাদটা কেউ যেন চেঁচে খুলে নিল ওপর থেকে। এটাই তাঁদের অনুভূতি।

বাসটি একটি ব্রিজের তলা দিয়ে যাচ্ছিল। হয়তো উচ্চতাটা ঠাওর করতে পারেননি বাস চালক। ফলে তিনি যেমন গতিতে ছিলেন সেই গতিতে ওই ব্রিজটির তলা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।

কিন্তু বাসের মাথা ব্রিজের নিচের অংশে ধাক্কা খেয়ে উঠে আসে। তারপর দুমড়ে গিয়ে পড়ে রাস্তায়। বাসটি তার গতিতেই অবশ্য ব্রিজ পার করে কিছুটা এগিয়ে যায়। বাসের ছাদ তখন ব্রিজের নিচে পড়ে আছে।

যাত্রীরা অনেকেই যন্ত্রণায় আর্তনাদ করে ওঠেন। দ্রুত আসে অ্যাম্বুলেন্স। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর যাত্রীদের ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই পথে যে এই উচ্চতার বাসের পক্ষে যাওয়া সম্ভব নয় তা ব্রিজের তলা পর্যন্ত পৌঁছনোর আগেই কেন বাস চালককে সতর্ক করা হয়নি তা বুঝে উঠতে পারছেন না অনেকে।

ঘটনাটি ঘটেছে ব্রিটেনের গ্রেটার ম্যাঞ্চেস্টারে। একটি সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে। যেটি পরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দেয়।

Share
Published by
News Desk

Recent Posts