World

পায়রার এমন রংও হয়, অবাক পায়রা দেখতে ভিড়

ধরা যাক যদি বাঘের রং নীল হয়, টিয়া পাখির রং হলদে, তাহলে যেটা হবে সেটা হল তাকে দেখতে উপচে পড়া ভিড়। সেটাই এখন হচ্ছে একটা পায়রাকে নিয়ে।

Published by
News Desk

একটা পায়রাকে কেন্দ্র করে এখন উপচে পড়ছে ভিড়। স্থানীয়রা তো আছেনই, সেই সঙ্গে পর্যটকরাও নানা প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন পায়রাটিকে একবার চোখের দেখা দেখতে। তার ছবি তুলতে।

ফলে যে শহর পর্যটনের জন্য একেবারেই বিখ্যাত নয়, সেই শহরে এখন দূর দূর থেকে মানুষ হাজির হচ্ছেন প্রতিদিন। যাকে ঘিরে এত ভিড় সেই পায়রাটির বিশেষত্ব হল সেটি সবুজ রংয়ের।

সবুজ রংয়ের পায়রা হয় নাকি! এর আগে কেউ কখনও এমন পায়রা দেখেননি। পক্ষী বিশারদরা সাফ জানাচ্ছেন পৃথিবীতে কোনও সবুজ পায়রা কেউ দেখেনি।

এমন মনে করার কোনও কারণ নেই যে পায়রাটি কোনও কিছু খাওয়ার ফলে তার পালকের রং সবুজ হয়ে গেছে। সেটাও হয়নি বলেই নিশ্চিত করেছেন পক্ষী বিশারদরা। সবুজ পায়রা দেখতে ভিড় উপচে পড়লেও বিশেষজ্ঞেরা কিন্তু একেবারেই খুশি নন। বরং ক্ষুব্ধ।

ইংল্যান্ডের নর্দাম্পটন শহর এখন রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছে সেখানে ঘোরা একটি সবুজ পায়রার জন্য। ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে এ শহরে মানুষ হাজির হচ্ছেন অনেকটা পথ পার করে শুধু সবুজ পায়রা দেখার জন্য।

যদিও বিশেষজ্ঞরা মনে করছেন পায়রার এমন রং হতেই পারেনা। এটা প্রাকৃতিক নয়। বরং কেউ হয়তো পায়রার গায়ে রংটি করে দিয়েছে। তাঁরা এও জানিয়েছেন রং করা হয়ে থাকলে তা পায়রাটির ক্ষতিই করছে।

কারণ এমন ডাই বিষাক্ত হয়। যা ওই পায়রাটির জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। তবে কারণ যাই হোক, সবুজ পায়রা নিয়ে মানুষের আকর্ষণে ভাটা পড়ছে না একেবারেই।

Share
Published by
News Desk

Recent Posts