বিক্রি হবে মঙ্গলগ্রহের পাথর, যে কেউ কিনতে পারেন
বিক্রি হতে চলেছে একটা পাথর। যে পাথর পৃথিবীর পাথর নয়। পাথরের টুকরোটা মঙ্গলগ্রহের। দাম কত উঠতে পারে শুনলে চমকে যেতে হয়।

মঙ্গলগ্রহের পাথর চোখের দেখা দেখতেও মানুষ উদগ্রীব। দূর থেকেও দেখার সুযোগ মেলা ভার। সেখানে কেউ চাইলে তাঁর বাড়িতেই সাজিয়ে রাখতে পারেন মঙ্গলগ্রহের পাথরের টুকরো। কারণ তা এবার বিক্রি হতে চলেছে।
নিলামে বিক্রি হবে পাথরটি। লালচে খয়েরি রংয়ের পাথরটি যে মঙ্গলগ্রহেরই তা নিশ্চিত করেছেন বিশেষজ্ঞেরা। ইংল্যান্ডে হতে চলা নিলামে যার দাম চড়তে পারে ৩৪ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে।
এখন প্রশ্ন হল ২৪.৬৭ কেজি ওজনের এই পাথরের বিশাল খণ্ডটি পাওয়া গেল কীভাবে? আফ্রিকার নাইজার নামে দেশে ২০২৩ সালে একটি উল্কাপিণ্ড এসে আছড়ে পড়ে। যা ঠান্ডা হওয়ার পর তা পরীক্ষা করে দেখা হয়।
সেই পরীক্ষায় নিশ্চিত হয় যে পাথরটি মঙ্গলগ্রহের। কোনও ধাক্কা বা অন্য কোনও কারণে মঙ্গলগ্রহ থেকে ভেঙে বেরিয়ে আসা এই পাথরটি উল্কা হয়ে আছড়ে পড়ে পৃথিবীর মাটিতে। উল্কাপিণ্ড হয়ে এর আগেও মঙ্গলগ্রহের পাথরের টুকরো এসে পড়েছে পৃথিবীতে। তবে এটাই সবচেয়ে বড় মঙ্গলের উল্কাপিণ্ড।
এটি এবার বিক্রি করা হচ্ছে। এখানে মনে হতে পারে এটা বিক্রি কেন করা হচ্ছে? এমন এক পাথর তো যাদুঘরে সাজানো উচিত। যাতে সাধারণ মানুষ থেকে পড়ুয়ারা এটি দেখার সুযোগ পান।
কিন্তু বিজ্ঞানীদের একাংশ মনে করছেন এমন মঙ্গলের পাথরের টুকরো এর আগেও এসে পড়েছে পৃথিবীতে। সেগুলি না জমিয়ে যদি কিছু বিক্রি করা যায় তাহলে যে অর্থ পাওয়া যাবে তা বিজ্ঞান চর্চাতেই কাজে আসবে।