World

পালিয়ে ১ সপ্তাহের মধু ১ মুহুর্তে সাবাড় করল মিশ আর লুসি, যার ফল হল অন্য

চিড়িয়াখানার খাঁচা থেকে সবার চোখ এড়িয়ে বেরিয়ে পড়ল ২ ভাল্লুক। তারপর ১ সপ্তাহের জন্য মজুত মধু ১ দিনে সাবাড় করে দিল। এর এক অন্য ফলও হল।

Published by
News Desk

চিড়িয়াখানার খাঁচায় বন্দিজীবনে বোধহয় হাঁপিয়ে উঠেছিল ওরা। তাই যেই একটু সুযোগ পেয়েছে অমনি বেরিয়ে পড়ল খাঁচা থেকে। অবশ্যই চিড়িয়াখানা কর্তৃপক্ষের গাফিলতি। যাঁরা দায়িত্বে ছিলেন তাঁরা খাঁচা সেভাবে বন্ধ করেননি।

কারণ যাই হোক মিশ আর লুসি নামে ২ বাদামি ভাল্লুক মিলে বেরিয়ে পড়ে খুঁজে খুঁজে তাদের পছন্দের জায়গায় পৌঁছে গেল। যেন পলায়ন পর্বের আগেই ২ জনে স্থির করে রেখেছিল যে তারা বেরিয়ে কোথায় যাবে! যেখানে পৌঁছল সেটা চিড়িয়াখানার পশুপাখিদের জন্য বরাদ্দ খাবার মজুত রাখার জায়গা।

সেখানে পৌঁছে সময় নষ্ট না করে বেশ কয়েক ধরনের জলখাবার পেটে চালান করে ওরা ২ জনে। তারপর পৌঁছয় তাদের সবচেয়ে পছন্দের খাবার মধুর কাছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ১ সপ্তাহের জন্য মধু মজুত করেছিল। সেই বিপুল পরিমাণ মধু পেয়ে আর নিজেদের সামলাতে পারেনি ২ জনে। আয়েস করে ১ সপ্তাহের বরাদ্দ মধু এক মুহুর্তে সাবাড় করে ফেলে তারা।

এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ খবর পেয়েই দর্শকদের বার করে চিড়িয়াখানা চত্বর ফাঁকা করে দেয়। ওই ২ পালিয়ে যাওয়া ভাল্লুককে ধরতে ব্যবস্থা শুরু হয়। যদিও বেশি কষ্ট করতে হয়নি তাদের।

১ ভাল্লুক সামান্য চেষ্টাতেই তাদের নিজেদের খাঁচায় ফিরে আসে। ঘুমটা বোধহয় আগেই পেয়েছিল। খাঁচায় ঢুকেই ২ জনে শরীরটা এলিয়ে দেয়। তারপর ঘুম।

গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে ২ ভাল্লুক। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন অতটা মধু খাওয়ার ফলে ভাল্লুক ২টির এই প্রবল ঘুম। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ডেভনের একটি চিড়িয়াখানায়।

Share
Published by
News Desk

Recent Posts