World

মায়ের বিদায়ের পর অভিনব উপায়ে তাঁকে বিশ্ব ভ্রমণে পাঠালেন মেয়ে

মায়ের খুব ইচ্ছা ছিল তিনি বিশ্ব ভ্রমণ করবেন। কিন্তু সে ইচ্ছা অপূর্ণই রয়ে গেল। তিনি চলে গেলেন। তবে প্রয়াত মাকে এবার বিশ্ব ভ্রমণে পাঠালেন তাঁর মেয়ে।

Published by
News Desk

তাঁর মা জীবনের কর্তব্য পালন করতে গিয়ে নিজের শখটুকুও পূরণ করতে পারেননি। তাঁর ইচ্ছা ছিল তিনি বিশ্ব ভ্রমণ করবেন। কিন্তু ৫ সন্তানকে একক অভিভাবক হয়ে বড় করে তুলতে গিয়ে নিজের সেই ইচ্ছাকে মনের কোণায় রেখে দিয়েছিলেন।

আর সেই বিশ্ব ভ্রমণের ইচ্ছা অপূর্ণ রেখেই তিনি চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। মা যে বিশ্ব ভ্রমণ করতে চেয়েছিলেন তা জানতেন তাঁর মেয়ে কারা। তাই ২৪ বছরের কারা মায়ের প্রয়াণের পরও তাঁকে বিশ্ব ভ্রমণে পাঠালেন।

কারা তাঁর মায়ের অস্থি একটি বোতলে বন্দি করেন। তারপর সেই বোতলে একটি তাঁর হাতে লেখা নোট ভরে দেন। যাতে লেখা ছিল, এটা তাঁর মা। তিনি বিশ্ব ভ্রমণ করছেন। তাই তাঁকে আবার ভাসিয়ে দিন।

মা সশরীরে যা করে উঠতে পারেননি, মেয়ে তাঁর অস্থিকে সেই বিশ্ব ভ্রমণে পাঠালেন। বোতলটি ভাসিয়ে দিলেন সমুদ্রের জলে। ইংল্যান্ডের ওল্ডহ্যামের বাসিন্দা কারা-র ইচ্ছা সমুদ্রের জলে ভেসে তাঁর মা যেন বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যান। খুব ভাল হয় যদি তিনি স্পেনের কোনও সমুদ্রসৈকতে পৌঁছতে পারেন। অবশ্যই বোতলে অস্থি রূপে।

মায়ের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে মেয়ের এই অভিনব প্রচেষ্টা অনেকের চোখে জল এনে দিয়েছে। বোতলটি অস্থি ও কারার সেই আবেদন নিয়ে ভেসে চলেছে সমুদ্রের ঢেউয়ের তালে তালে।

কোথায় কবে পৌঁছবে কারও জানা নেই। তবে কোথাও তো পৌঁছবে। সেটাই বড় প্রাপ্তি কারার জন্য। যিনি কোনও সমুদ্রসৈকতে ওই বোতলটি পাবেন, তিনি বোতলের মধ্যে থাকা বার্তা দেখে ফের সেই বোতলটি জলে ভাসিয়ে দেবেন বলে বিশ্বাস কারার।

Share
Published by
News Desk

Recent Posts