World

স্বামীর অন্য মহিলার সঙ্গে লুকিয়ে প্রেম, স্ত্রীকে জানিয়ে দিল টুথব্রাশ

একটা টুথব্রাশ স্বামীর লুকিয়ে অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ধরিয়ে দিল। স্ত্রীর কাছে সব ফাঁস করে দিল ওই দাঁত মাজার ব্রাশ।

Published by
News Desk

অফিসের এক সহকর্মী মহিলার সঙ্গে ৩ মাস ধরে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। ২ জনে একসঙ্গে দীর্ঘ সময় একান্তে কাটাচ্ছিলেন। কিন্তু সেকথা স্ত্রী যাতে কোনওভাবে জানতে না পারেন সেজন্য সাবধানতায় ত্রুটি রাখেননি এক ব্যক্তি।

তাঁর স্ত্রী, সন্তান রয়েছে। তাদের কিছু জানতে না দিয়ে অন্য মহিলার সঙ্গে চুটিয়ে প্রেম করে যাচ্ছিলেন তিনি। নিশ্চিন্ত ছিলেন কেউ জানতে পারবেননা। কিন্তু তাঁর দাঁত মাজার টুথব্রাশ তাঁর সব কথা ফাঁস করে দিল। এক গোয়েন্দাও জানিয়েছেন এমন ঘটনা তিনিও কখনও দেখেননি।

স্বামী অফিস করেন। স্ত্রী বাড়ি সামলান। সন্তানদের যত্ন নেন। যেমন অনেক পরিবারে হয়ে থাকে। মহিলা তাঁর সন্তানদের সব দিকে কঠোর নজর রাখেন। ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করেন সকলে। আর সেই ইলেকট্রিক টুথব্রাশগুলি একটি অ্যাপের সঙ্গে যুক্ত।

ওই মহিলা ওই অ্যাপের মাধ্যমে নজর রাখেন সন্তানরা সঠিক সময়ে দাঁত মাজছে কিনা। সেটা করতে গিয়ে তাঁর স্বামীর ইলেকট্রিক টুথব্রাশ কখন ব্যবহার হচ্ছে সেদিকেও নজর যায়। আর সেটা দেখার পর তিনি অবাক হয়ে যান।

মহিলা দেখেন তাঁর স্বামী প্রতি শুক্রবার করে দিনের মাঝখানে একটি বিশেষ সময়ে দাঁত মাজেন। এমন একটা সময় মাজেন যে সময় তাঁর অফিসে থাকার কথা। কিন্তু প্রতি শুক্রবার তাঁর স্বামীর লোকেশন থাকে বাড়িতে। আর বাড়িতেই তিনি একটি বিশেষ সময়ে দাঁত মেজে চলেছেন গত ৩ মাস ধরে।

ব্রিটেনের বাসিন্দা ওই মহিলার সন্দেহ হওয়ায় তিনি এক গোয়েন্দাকে নিযুক্ত করেন। যিনি ওই অ্যাপের তথ্যের ভিত্তিতে তদন্ত করে দেখেন এক মহিলার সঙ্গে প্রতি শুক্রবার বাড়িতেই কাটান ওই ব্যক্তি।

কারণ প্রতি শুক্রবার তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাইরে থাকেন ওই সময়। ফলে সব জারিজুরি ধরা পড়ে যায়। স্বামীর পরকীয়া সম্বন্ধে জেনে যান ওই মহিলা। একটা টুথব্রাশ ওই ব্যক্তির পরকীয়ার কথা জানিয়ে দিল স্ত্রীকে।

Share
Published by
News Desk

Recent Posts