Lifestyle

তৈরি হচ্ছে ডাইনোসরের চামড়া দিয়ে ব্যাগ, কাজে লাগানো হচ্ছে ডাইনোসরের ডিএনএ

ডাইনোসর নিয়ে মানুষের উৎসাহ ও কৌতূহলের শেষ নেই। সাড়ে ৬ কোটি বছর আগে বিলুপ্ত সেই ডাইনোসরের চামড়া দিয়ে ব্যাগ তৈরির উদ্যোগ শুরু হয়ে গেল।

Published by
News Desk

ডাইনোসরের চামড়ার ব্যাগ। যা হয়তো আর কিছুদিনের মধ্যেই মানুষ ব্যবহার করা শুরু করে দেবেন। টাকা রাখার জন্য হিপ পকেট থেকে যে মানিব্যাগটি বেরিয়ে আসবে সেটিও হতে পারে ডাইনোসরের চামড়া দিয়ে তৈরি।

শুনে অবাক লাগতে পারে। মনে হতেই পারে আজ থেকে ৬ কোটি ৬০ লক্ষ বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া একটি প্রাণির চামড়া কোথা থেকে পাওয়া যাবে! সে কি সম্ভব?

বিজ্ঞানীরা কিন্তু মনে করছেন সম্ভব। তাঁরা ডাইনোসরের যে জীবাশ্ম বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন, তার থেকে ডাইনোসরের ডিএনএ জোগাড় করে এই ব্যাগকে বাস্তব রূপ দিতে চলেছেন।

টিরেক্স ডাইনোসরের ডিএনএ কাজে লাগিয়ে তা থেকে ওই ডাইনোসরের চামড়া কেমন ছিল তা গবেষণাগারে পেয়ে যাবেন বিজ্ঞানীরা। তারপর গবেষণাগারে তৈরি হবে টিরেক্সের চামড়ার ব্যাগ। যা পাওয়া অসম্ভব মনে হলেও আগামী দিনে আর অসম্ভব থাকবেনা।

আর এটা যদি বিজ্ঞানীরা করে ফেলতে পারেন, তাহলে অনেক বিলুপ্ত প্রাণির ডিএনএ কাজে লাগিয়েই তা দিয়ে তার চামড়া পেয়ে যাবেন তাঁরা। যা কোনও প্রাণির জীবন কেড়ে পাওয়া যাবেনা। তৈরি হবে গবেষণালব্ধ উপায়ে।

আপাতত তার ওপরই কাজ চলছে। নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই ডাইনোসরের ডিএনএ থেকে তার চামড়া তৈরির প্রচেষ্টা চালাচ্ছেন। নিউ ইয়র্ক পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি আলোড়ন ফেলে দিয়েছে। প্রসঙ্গত মনে করা হয় কোনও গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়ায় আচমকাই একসময় বিলুপ্ত হয়ে যায় ডাইনোসররা।

Share
Published by
News Desk