World

বিয়ের পোশাকে ম্যারাথনে দৌড়লেন মহিলা, পিছনে রয়েছে করুণ কাহিনি

ম্যারাথন দৌড়ে বিয়ের পোশাক পরে ছুটলেন এক মহিলা। শেষও করলেন। তবে তাঁর হাসি মুখে শেষ করা দৌড়ের পিছনে রয়েছে এক করুণ কাহিনি।

Published by
News Desk

একে গরম। তারমধ্যে বিয়ের পোশাক পরে ছোটা মুখের কথা নয়। বিয়ের পোশাকে থাকা মহিলাদের পক্ষে হাঁটাও কঠিন হয়। সব সামলে হাঁটতে বেগ পেতে হয় তাঁদের। সেখানে বিয়ের পোশাক পরে দৌড়! সেটাই কিন্তু করলেন এক মহিলা। তাও আবার এক মুখ উজ্জ্বল হাসিতে শেষ করলেন দৌড়।

মোট ৩৭ কিলোমিটার পথ ছোটার ম্যারাথন ছিল। যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ছোটেন ওই মহিলা। তবে মাঝে একবারই থামেন। দৌড়ের সমাপ্তি রেখার প্রায় ৫ কিলোমিটার আগে তিনি বিয়ের পোশাক পরার জন্য একবার থামেন।

তারপর বাকিটা বিয়ের সাদা গাউনটা পরেই ছোটেন। আপাত দৃষ্টিতে বেশ নজর কাড়া একটা ব্যাপার হলেও এর পিছনে রয়েছে এক করুণ কাহিনি।

লরা কোলম্যান-ডে নামে ওই মহিলা স্বামীকে হারিয়েছেন ১ বছর আগে। স্বামী চলে যান রক্তের ক্যানসারে আক্রান্ত হয়ে। স্বামী চলে যাওয়ার পর লরা গত ১ বছরে ১৩টি এমন ম্যারাথনে ছুটেছেন। স্বামীর স্মৃতিতেই তাঁর এই ম্যারাথনে অংশগ্রহণ।

সেই সঙ্গে লরা রক্তের ক্যানসারে আক্রান্তদের জন্য একটি অর্থ সংগ্রহের আয়োজনের সঙ্গে যুক্ত। এই ছুট তারও একটি অংশ। তাঁর স্বামীর সঙ্গে যা ঘটেছে অন্য লিউকেমিয়া রোগীদের সেই পরিণতি থেকে রক্ষা করতে লরার এই প্রয়াস চলছে।

ম্যারাথনে তাঁর বিয়ের পোশাক পরে ছোটাটা তাঁর স্বামীর স্মৃতিচারণের সঙ্গে তাঁর মনের কোণায় লুকিয়ে থাকা এক স্পর্শকাতর স্মৃতিকে বারবার জাগিয়ে তোলে। কোলম্যান হয়তো বিয়ের পোশাকের মধ্যে দিয়ে এভাবেই ফিরে পেতে চান তাঁর স্বামীকে।

Share
Published by
News Desk

Recent Posts