World

অতিসাধারণ মানুষের লেখা একটা চিঠি বিক্রি হল ৩ কোটি ৪০ লক্ষ টাকায়

বিখ্যাত কারও লেখা চিঠি হলে কথা ছিল। কিন্তু এক সাধারণ মানুষের লেখা চিঠি বিক্রি হল ৩ কোটি ৪০ লক্ষ টাকায়। পিছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস।

Published by
News Desk

তিনি মোটেও কোনও বিখ্যাত মানুষ নন। তাঁর নাম কেউ জানেননা। সাধারণ মানুষদেরই একজন। পেশায় ছিলেন একজন সেনা আধিকারিক। তিনি একটি চিঠি লেখেন। জাহাজে যেতে যেতে চিঠিটি লেখেন তিনি।

তাঁর সেই হাতেলেখা চিঠি এবার নিলামে বিক্রি হল ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৪০ লক্ষ টাকায়। যদিও বিক্রিটা হয়েছে ব্রিটেনে। কিন্তু প্রশ্ন হল একটা হাতেলেখা চিঠির এত দাম কেন? কি আছে সেই চিঠিতে?

এখানে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে যে জাহাজে তিনি ভাসতে ভাসতে এই চিঠিটি লেখেন সেটি। কারণ জাহাজটা ছিল টাইটানিক। টাইটানিক যেদিন হিমশৈলে ধাক্কা মেরে আটলান্টিকের অতলে তলিয়ে যায়, তার ঠিক আগের দিন ওই জাহাজে বসেই এই চিঠিটি লেখেন সেনা আধিকারিক কর্নেল আর্কিবল্ড গ্রেসি।

সেটি তিনি পোস্টও করেন। টাইটানিকে ভ্রমণ করা ২ হাজার ২০০ যাত্রীর বেশ কয়েকজনই টাইটানিকে বসে চিঠি লিখেছিলেন। এমন চিঠি আগেও নিলাম হয়েছে। তবে ব্রিটেনে হওয়া এই নিলামে ওঠা টাইটানিকের চিঠিটির দাম উঠল সর্বোচ্চ।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল সেটির দাম ৬৭ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু তা যখন নিলামে দাম চড়ে বিক্রি পর্যন্ত পৌঁছয় ততক্ষণে সেটির দাম ৫ গুণ বেড়ে গিয়েছিল।

বিপুল অর্থে এই চিঠি বিক্রির খবরটি সংবাদমাধ্যম বিবিসি-তে প্রকাশিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।

Share
Published by
News Desk