World

কোটিপতি হওয়ার খবর পেয়েও নর্দমা সাফ করলেন যুবক

তিনি রাতারাতি কোটিপতি হয়েছেন। এ খবর তিনি পেয়েছিলেন। তারপরেও তিনি মন দিলেন নর্দমা সাফাইয়ের কাজে। যা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

Published by
News Desk

তিনি বড়দিনের দিনই একটি লটারি জিতেছিলেন। সেই টাকা দিয়ে তিনি আরও বেশ কয়েকটি লটারির টিকিট নেন। বয়স মাত্র ২০ বছর। পেশায় ট্রেনি গ্যাস ইঞ্জিনিয়ার। তরুণ বয়সে নতুন কাজ। এখনও সামনে পেশাগত জীবনের পুরোটাই পড়ে আছে।

সেই তরুণ রাতারাতি জিতে গেলেন প্রায় ৮০ কোটি টাকা। লটারি তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। এটা তিনি জানতে পারেন ভোরেই। পরে তিনি পরিবারের সকলের সঙ্গে লটারি জেতাটা সত্যি কিনা পরীক্ষা করে দেখেন। দেখেন তিনি একদম ঠিক।

তাঁর অর্থনৈতিক জীবন সম্পূর্ণ বদলে গেছে রাতারাতি। দিনটা ছিল রবিবার। তাই পরিবারর সঙ্গে এই বিপুল অর্থপ্রাপ্তি চুটিয়ে উপভোগ করেন জেমস ক্লার্কসন। তিনি যে ৭.৫ মিলিয়ন পাউন্ড জিতেছেন তাতে খুশির সীমা ছিলনা তাঁর পরিবারের সকলের। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকাও।

যে অর্থ তিনি পেয়েছেন তাতে তাঁর আগামী দিনে সত্যিই কি আর কাজ করার দরকার আছে! জেমস কিন্তু এই অর্থ প্রাপ্তির পরও নিজের কাজ ছাড়তে নারাজ। সোমবার কিন্তু তিনি নিজেই সকালে অন্যদিনের মত কাজ করতে বার হন।

ইংল্যান্ডের কার্লাইলের বাসিন্দা ওই যুবক দেখেন প্রবল তুষারপাতে নর্দমা বুজে গেছে। তিনি সেই বরফ সরিয়ে নর্দমা সাফ করেন। নিজের কাজ সারাদিন করেন। একেবারেই আর পাঁচটা দিনের মতই জীবন কাটান।

মাটিতে পা রেখে চলা ওই তরুণ বিপুল অর্থপ্রাপ্তিতে ভেসে যাননি। বরং তিনি চান তাঁর কর্মজীবন যেমন চলছে তেমনভাবেই চালিয়ে যেতে। জেমসের এই রাতারাতি কোটিপতি হওয়ার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts