কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রতীকী ছবি
হাইওয়ে বলে কথা। সেখান দিয়ে সারাক্ষণ সাধারণ গাড়ির সঙ্গে মালবাহী গাড়ির যাতায়াত। রাস্তা তাই ঠিক রাখা জরুরি। সেই রাস্তা মেরামতির কাজই চলছিল। একটি গাড়ির জায়গায় যাতে ২টি গাড়ি যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছিল।
এক জায়গায় রাস্তা ঠিক করার জন্য মাটি খোঁড়া হয়। মাটি বেশ কিছুটা খোঁড়ার পর যাঁরা কাজ করছিলেন তাঁরা থেমে যান। কিছু একটা রয়েছে মাটির তলায়। বেশ শক্ত। পাথরের কিছু। ফলে সেই অংশটি সন্তর্পণে খোঁড়া শুরু হয়। খবর যায় প্রত্নতাত্ত্বিকদের কাছেও।
তাঁরা খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হন। এরপর মাটি খুঁড়ে যা পাওয়া যায় তা দেখার পর এক নতুন আবিষ্কারের স্বাদ পেয়ে মুগ্ধ প্রত্নতাত্ত্বিক ও বিশেষজ্ঞেরা। মাটির তলা থেকে বেরিয়ে আসে কারুকার্য করা একটি কফিন।
পাথরের তৈরি কফিনটির ওজন প্রায় সাড়ে ৭০০ কিলোগ্রাম। রীতিমত ভারী। সেটি ভাল করে পরীক্ষা করে প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিত হন সেটি রোমান যুগের একটি কফিন।
পাথরের তৈরি কফিনটির সারা গায়ে সুন্দর কারুকাজ করা। এটির বয়স দেড় হাজার বছর বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এটি পাওয়া গেছে ইংল্যান্ডের ওয়ান্সফোর্ড ও সাটন শহরের মাঝে হাইওয়ের ওপর।
কফিনটি উদ্ধারের পর তা আরও ভাল করে পরীক্ষার কাজ শুরু করেন প্রত্নতাত্ত্বিকরা। এই ঐতিহাসিক নিদর্শন উদ্ধারের কথা প্রেস রিলিজ দিয়ে জানায় ব্রিটেনের সড়ক মেরামতি বিভাগ।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…