World

চকোলেট বারে ঢেউ নেই, ২১৫ টাকা ক্ষতিপূরণ পেয়ে খুশি ক্রেতা

চকোলেট বারে কোনও খারাপ কিছু ছিলনা। স্বাদেও গণ্ডগোল নেই। শুধু ঢেউ ছিলনা বলে ক্রেতা পেলেন ২১৫ টাকা ক্ষতিপূরণ। দিল সংস্থা।

Published by
News Desk

চকোলেট বার খেতে তো সকলেরই ভাল লাগে। চকোলেট ক্যান্ডি বারও মন ভাল করে দেয়। মধ্যবয়সী এক ব্যক্তি তাতেই রসনা তৃপ্তির আশায় কিনেছিলেন বিখ্যাত সংস্থার একটি চকোলেট ক্যান্ডি বার। তারপর তার ওপরে থাকা প্যাকেট খুলে কামড় দিতে যাবেন, তখনই তাঁর নজরে পড়ে বিষয়টি।

কামড় না দিয়ে থমকে যান তিনি। ভাল করে পর্যবেক্ষণ করেন। অবাক কাণ্ড! বারটির উপরিভাগ একেবারে মসৃণ। কিন্তু এই মার্স বারে তো ঢেউ খেলানো থাকে উপরিভাগ।

এটার ক্ষেত্রে আলাদা কেন! বেশ অবাক ঠেকে তাঁর। তিনি বিষয়টি সমাজ মাধ্যমেও তুলে ধরেন। ছবি দিয়ে দেখান যে মার্স বারটির উপরিভাগ কতটা মসৃণ।

ব্রিটেনের বাকিংহামশায়ারের বাসিন্দা ওই ব্যক্তি এই বিষয়টি সংস্থাকে ইমেল করে জানানোর পর তা নজর কাড়ে সংস্থার। যারা ওই মার্স চকোলেট ক্যান্ডি বার তৈরি করে।

ব্রিটেনে বেশ প্রসিদ্ধ এই চকোলেট সংস্থা। ফলে তাদের চকোলেট বারে ঢেউ নেই কেন তা নিয়ে তারাও কিছুটা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। অথচ এই বারের উপরিভাগে ঢেউ খেলানো একটা ধরণ তাদের বিশেষত্ব।

যিনি এই বারটি পেয়েছিলেন তিনি অবশ্য ইমেল করেছিলেন কেবল বিষয়টি ওই সংস্থার নজরে আনার জন্য। তিনি বোঝার চেষ্টা করছিলেন যে এটা উৎপাদনের সময়ের কোনও সমস্যা নাকি অন্য কোনও কারণ।

সংস্থার তরফে তাঁকে এই মসৃণ উপরিভাগের কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে তিনি না চাইলেও তাঁকে ২ পাউন্ডের একটি ভাউচার পাঠিয়ে দেওয়া হয়।

যা দিয়ে তিনি একটা নয় ২টি মার্স চকোলেট বার কিনতে পারেন। ব্রিটেনের ২ পাউন্ড মানে ভারতীয় মুদ্রায় ২১৫ টাকার মত। তবে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন ফেলেছে।

Share
Published by
News Desk

Recent Posts