World

প্রেমিকের সঙ্গে কম খরচে খাওয়া সারতে অন্য দেশে গেলেন মহিলা

প্রেমিকের সঙ্গে একটা দিন খাওয়াদাওয়ার পরিকল্পনা করেছিলেন এক মহিলা। খরচটা কমের মধ্যে রাখতে তিনি প্রেমিককে নিয়ে দেশ ছেড়ে উড়ে গেলেন অন্য দেশে।

Published by
News Desk

প্রেমিকের সঙ্গে একটা দিন কাটাতে চেয়েছিলেন মহিলা। চেয়েছিলেন তাঁরা একসঙ্গে একটি রেস্তোরাঁয় খাওয়াদাওয়া সারবেন। তারপর একটু একসঙ্গে ঘোরাঘুরি। ব্যস এরপর বাড়ি ফেরা। কিন্তু শুধু খাওয়াদাওয়ার কথা ভাবলেই তো হবেনা! খরচটাও মাথায় রাখতে হবে। সেজন্য অনেক ভেবে ওই মহিলা স্থির করেন নিজের দেশে নয়, পাশের দেশে যাবেন খাওয়াদাওয়া করতে।

হিসাব কষে তিনি দেখেন তাঁর দেশের রাজধানী শহরে গিয়ে খাওয়াদাওয়া সারার চেয়ে খরচ অনেকটাই কম পড়ছে অন্য দেশে গিয়ে খাওয়াদাওয়া করায়।

ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। ব্রিটেনের ক্র্যানফিল্ডের বাসিন্দা ৪৯ বছরের ওই মহিলা তাঁর চেয়ে ১৩ বছর কমবয়সী প্রেমিককে নিয়ে প্রথমে স্থির করেছিলেন লন্ডনের কোনও রেস্তোরাঁয় খেতে যাবেন।

কিন্তু তিনি হিসাব কষে দেখেন তাঁর শহর থেকে লন্ডন যেতে তাঁর যা খরচ পড়ছে, তার চেয়ে ইতালির মিলানে উড়ে গেলে অনেক কম খরচ পড়ছে। তাই তিনি স্থির করেন প্রেমিককে নিয়ে মিলানে উড়ে যাবেন।

সেই মত টিকিট কাটেন। তাঁরা সকালের বিমান ধরে ইতালি উড়ে যান। মিলান শহরের একটি রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করেন। তারপর শহরের এদিক ওদিক ঘুরে রাতের বিমান ধরে ফের ব্রিটেনে ফিরে আসেন। ফিরে আসেন নিজের শহরে।

১ দিনের ট্যুরে অন্য দেশে গিয়ে খাওয়াদাওয়া, ঘোরাঘুরি সেরে বাড়ি ফিরতে তাঁর যা খরচ হল তার চেয়ে অনেক বেশি খরচ হত নিজের দেশের রাজধানী শহর লন্ডনে গিয়ে খাওয়াদাওয়া করতে। এই খবরটি ব্রিটেনের একাধিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপরই তা বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমেরও নজর কাড়ে।

Share
Published by
News Desk

Recent Posts