রহস্যময় মোনোলিথ, ছবি – সৌজন্যে – এক্স – @NickHintonn
প্রাচীনকালে মানুষ অনেকসময় লম্বা পাথরের খণ্ডকে চারধার থেকে কেটে একটি খাড়াই স্তম্ভের আকার দিত। এমন নানা আকারের লম্বা খাড়াই প্রস্তরখণ্ড পাওয়া গিয়েছে। একে বলা হয় মোনোলিথ। এখনও মাঝেমধ্যে এমন মোনোলিথ পাওয়া যায়।
তবে তা নিয়ে অনেক সময় রহস্যের সৃষ্টি হয়। আর হয় যদি তা ধাতুর হয়। তাহলে তো প্রাচীনকালের নয়! আবার সেটি আচমকাই সেখানে হাজির হওয়ায় কে আনল তা নিয়ে প্রশ্ন ওঠে। ওয়েলসের পোউইজ এলাকার পাহাড়ি অঞ্চলে এমন এক ধাতব মসৃণ চকচকে মোনোলিথ ফের রহস্যের জন্ম দিল।
এক ব্যক্তি পাহাড়ের ঢাল বেয়ে দৌড়তে গিয়ে প্রথম দেখতে পান সেটিকে। সেখানে কাদামাটিতে ভরা জমির ওপর সেটি গাঁথা ছিল। ৩ কোণা রূপোলী মোনোলিথটি ইস্পাতের বলেই মনে হয় তাঁর।
কিন্তু এমন এক পাণ্ডববর্জিত জায়গায় সেটি এল কোথা থেকে তা বুঝতে পারেননি। তাঁর এটাও মনে হয় যে এটা কোনও ভিনগ্রহীর কাজ হতে পারে। আবার এটাও মনে হয় যে এটা কোনও বৈজ্ঞানিক পরীক্ষার জন্য লাগানো হয়েছে।
পরে বিষয়টি জানাজানি হতে খবর নিয়ে জানা যায় যে এটি এখানে কীভাবে এল তা কারও জানা নেই। কেউ সেটি ওখানে লাগিয়ে আসার দায় নেননি।
তাহলে ধাতব ওই মোনোলিথটি এল কোথা থেকে, এর উত্তর অজানা। এখনও রহস্যেই মোড়া রয়েছে এই ১০ ফুটের বেশি লম্বা মোনোলিথের জন্ম বৃত্তান্ত।