World

কান থেকে মাকড়সা বার করার পরও যন্ত্রণা, ক্যামেরায় যা দেখলেন মহিলা

কানে মড়মড় আওয়াজ হচ্ছিল। কয়েকদিন এমন হওয়ার পর কান থেকে বার করেন মাকড়সা। কিন্তু যন্ত্রণা থামেনি। কানে ক্যামেরা ঢুকিয়ে মহিলা যা দেখলেন তা অবিশ্বাস্য।

Published by
News Desk

কানে কয়েকদিন ধরেই কিছু একটা যেন ভাঙার, আঁচড়ানোর আওয়াজ হচ্ছিল। অনুভূতি হচ্ছিল আঁচড়ের। প্রথমে ভেবেছিলেন কানের খোল হবে। কিন্তু এটা বাড়তে থাকায় তিনি কানের ভিতরটা দেখার জন্য একটি যন্ত্র নিয়ে নিজেই পরীক্ষা করে দেখেন কানের মধ্যেটা।

আর তাতে যা দেখলেন তাতে তিনি কিছুটা চমকে যান। কানের মধ্যে একটি ১ সেন্টিমিটার লম্বা মাকড়সা ঘোরাফেরা করছে। তিনি দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ ও হস্তক্ষেপে কানে গরম অলিভ তেল ঢেলে মাকড়সাটিকে বার করে আনেন।

মাকড়সা বেড়িয়ে যাওয়ার পর অনেকটা নিশ্চিন্ত হয়েছিলেন ওই মহিলা। কিন্তু সে সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কান থেকে মাকড়সা বার হওয়ার পরও তাঁর কানে যন্ত্রণা থেকেই গিয়েছিল। কষ্টটা বেড়েই চলেছিল। ওষুধ খেয়েও কাজ হয়নি।

অগত্যা ওই ২৯ বছরের মহিলা ফের কানে ওই বিশেষ ধরনের ক্যামেরা ঢুকিয়ে কানের মধ্যের অংশ পরীক্ষা করে দেখেন। আর তা দেখতে গিয়ে যা দেখেন তাতে তাঁর রাতের ঘুম উড়ে যায়।

তিনি দেখেন ৮ পেয়ে মাকড়সা নেই ঠিকই, কিন্তু কানের মধ্যেটা কালো কিছু দিয়ে ঢাকা পড়ে গেছে। তিনি আর সময় নষ্ট না করে ইএনটি বিশেষজ্ঞের কাছে হাজির হন।

চিকিৎসক ভাল করে পরীক্ষা করে জানান কানের মধ্যে মাকড়সা না থাকলেও মাকড়সার জালে ভরে গেছে কানের ভিতরের অংশ। চিকিৎসক ভাল করে কানের ভিতরটা পরিস্কার করে মাকড়সার জাল বার করে আনেন কান থেকে।

এতে কানের ভিতর সমস্যা মিটলেও ওই মহিলার এখনও মনে হচ্ছে কানের মধ্যে কিছু যেন রয়েছে। অবশ্য সেটা মনের ভুল। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে।

Share
Published by
News Desk