National

কৃষিতে আলুওয়ালিয়া, ডানা ছাঁটা হল স্মৃতির

কৃষি ও কৃষি উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন এস এস আলুওয়ালিয়া। বাবুল সুপ্রিয়র পর বাংলা থেকে দ্বিতীয়মন্ত্রী হিসাবে মোদী মন্ত্রিসভায় জায়গা পেলেন দার্জিলিংয়ের এই বিজেপি সাংসদ। এদিকে মন্ত্রিসভার সম্প্রসারণে ৫ মন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। ডানা ছাঁটা হয়েছে বেশ কয়েকজন মন্ত্রীর। যারমধ্যে অন্যতম নাম স্মৃতি ইরানি। বিভিন্ন সময়ে বিতর্কে জড়ান স্মৃতিকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বস্ত্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। মানব সম্পদ উন্নয়নের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে প্রকাশ জাভড়েকরের হাতে। এছাড়া যাঁদের বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন –

  • সদানন্দ গৌড়া – পরিসংখ্যানমন্ত্রী
  • তথ্য ও সম্প্রচার – বেঙ্কাইয়া নাইডু
  • টেলিকম ও আইন – রবিশঙ্কর প্রসাদ
  • ইস্পাত – চৌধুরী বীরেন্দ্র সিং
  • বিদেশ (প্রতিমন্ত্রী) – এম জে আকবর
  • অসামরিক বিমান পরিবহণ (প্রতিমন্ত্রী) – জয়ন্ত সিনহা
  • ক্রীড়া – বিজয় গোয়েল
  • সংসদ বিষয়ক – অনন্ত কুমার
  • সামাজিক ন্যায়বিচার (প্রতিমন্ত্রী) – রামদাস আঠাওলে
  • অর্থ ও বাণিজ্য (প্রতিমন্ত্রী) – অর্জুন রাম মেঘওয়াল
  • অর্থ (প্রতিমন্ত্রী) – সন্তোষ কুমার গাঙ্গোয়ার
  • স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (প্রতিমন্ত্রী) – অনুপ্রিয়া প্যাটেল
  • স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (প্রতিমন্ত্রী) – ফগন সিং কুলস্তে
  • বস্ত্র (প্রতিমন্ত্রী) – অজয় টামটা
  • স্বরাষ্ট্র (প্রতিমন্ত্রী) – হংসরাজ গঙ্গারাম
  • পানীয় জল (প্রতিমন্ত্রী) – রমেশ জিগাজিনাগি

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *