Business

বাজেটে আয়করে ছাড় ঘোষণা

কেন্দ্রীয় বাজেটে আমজনতার সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হয় আয়কর। আয়কর কতটা কমল বা কি পরিবর্তন হল সেদিকে চেয়ে থাকেন সকলে। ফলে এবারও তাই ছিলেন। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, আয়করে ছাড় পাবেন করদাতারা। তবে তাঁরা পুরনো নিয়মেও আয়কর দিতে পারেন। নতুন আয়কর কাঠামোয় তাঁরা করের পুরনো হার থেকে কম হারে কর দেওয়ার সুবিধা পাবেন। আর যদি পুরনো নিয়মেই কর দেন তাহলে যে টাকা কাটানোর সুবিধা যাঁরা পেতেন তা পাবেন।

বাজেটে অর্থমন্ত্রী যে কর ছাড়ের কথা ঘোষণা করলেন বা নয়া কর কাঠামোর প্রস্তাব পেশ করলেন তা হল, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হচ্ছেনা। ৫ লক্ষ টাকা থেকে সাড়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ে ১০ শতাংশ কর। যা আগে ছিল ২০ শতাংশ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সাড়ে ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে ১৫ শতাংশ কর। যা আগে ছিল ২০ শতাংশ। ১০ লক্ষ টাকা থেকে সাড়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে ২০ শতাংশ কর। আর সাড়ে ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা রোজগারে দিতে হবে ২৫ শতাংশ কর। যা আগে ছিল ৩০ শতাংশ। আর ১৫ লক্ষ টাকার ওপর রোজগারের ক্ষেত্রে রোজগারের ওপর ৩০ শতাংশ কর দিতে হবে।

বাজেটে করদাতাদের হয়রানি যাতে না হয় সেদিকে বিশেষ নজর দিয়েছে সরকার। কোনওভাবেই করদাতাদের হয়রানি করা যাবে না বলে জানান অর্থমন্ত্রী। করদাতাদের হয়রানি হলে তা ফৌজদারি অপরাধ হিসাবে চিহ্নিত হবে বলেও জানান তিনি। এই সিদ্ধান্ত করদাতাদের আরও কিছুটা হয়তো নিশ্চিন্ত করল। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, তিনি চান না দেশের কোনও করদাতা হয়রানির শিকার হন। কর কাঠামো সরলীকরণের ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তায় এদিন জোর দেন নির্মলা সীতারমন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *