World

রাশিয়ান সেনাকে রুখতে মৃত্যুবরণ করে ব্রিজ ওড়ালেন এক ইউক্রেন সেনা

রাশিয়া তাঁর দেশকে দখল করতে আসছে। তাই জীবন দিয়ে দেশকে রক্ষা করলেন এক ইউক্রেন সেনা। নিশ্চিত মৃত্যু জেনেও একটি ব্রিজ উড়িয়ে দিলেন তিনি।

রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাচ্ছে লাগাতার। বিভিন্ন এলাকা দখল করতে এগিয়ে আসছে রাশিয়ার সেনা। তাদের প্রতিহত করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও লড়ে যাচ্ছে ইউক্রেনের সেনা।

ইউক্রেনের খেরসন এলাকায় একটি গুরুত্বপূর্ণ ব্রিজ হেনিশেক। হেনিশেক ব্রিজ পার করে রাশিয়ার সেনা এগোতে থাকলে এলাকা দখল করতে তাদের সময় লাগবেনা। কিন্তু যদি ব্রিজটিই না থাকে তাহলে যোগাযোগের পথ নেই। ফলে এপারে পৌঁছতে রাশিয়ার সেনাকে বেগ পেতে হবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ক্রিমিয়া ও ইউক্রেনের মূল ভূখণ্ডকে যোগ করেছে এই হেনিশেক ব্রিজ। এখানেই প্রহরায় ছিলেন ইউক্রেনের সেনা ভিটালি শাকুন। তিনি দেখেন রাশিয়ার সেনা প্রায় ব্রিজের কাছে পৌঁছে গেছে।

এদিকে ব্রিজ পার করলে রাশিয়া তাঁর দেশের মাটিতে আরও অগ্রসর হয়ে যাবে। যা মেনে নিতে পারেননি ভিটালি। দেশের মাটিকে রক্ষা করতে তিনি এক চরম সিদ্ধান্ত নিলেন।

ভিটালি ব্রিজটি ওড়ানোর বন্দোবস্ত করলেন। কিন্তু সেটি দ্রুত উড়িয়ে দিতে গেলে বিস্ফোরণের আগে ভিটালির ফেরা সম্ভব ছিলনা। তাই তিনি একটি মেসেজ পাঠান তাঁর সতীর্থ সেনানীদের। জানান তাঁর ফেরার মত সময় হবেনা।

তার পরক্ষণেই ব্রিজটিতে বিস্ফোরণ হয়। উড়ে যায় গুরুত্বপূর্ণ ব্রিজটি। ক্রিমিয়ার দিকেই থমকে যায় রাশিয়ার সেনা। তবে ব্রিজ ওড়ার সঙ্গে সঙ্গে সেই বিস্ফোরণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যান ভিটালিও।

কেবল দেশের জন্য নিশ্চিত মৃত্যু জেনেও এই পদক্ষেপ করতে তাঁর এতটুকু সংকোচ হয়নি। ভিটালি এখন ইউক্রেনের গর্বের সন্তান। তাঁর মৃত্যু দেশবাসীর চোখে জল এনেছে। তরুণদের দেশের জন্য এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন ভিটালিকে। ভিটালি এখন এক সেনার নাম নয়, তিনি এখন দেশের হিরো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *