‘উড়তা পঞ্জাব’ ইস্যুতে এবার বলিউডের পরিচালকদের একটা বড় অংশকে পাশে পেলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এদিন শুধু অনুরাগের পাশে থাকাই নয়, সেন্সর বোর্ডের প্রধান পেহলাজ নিহালনির বক্তব্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অপমানজনক বলে ব্যাখ্যা করেছেন সুধীর মিশ্র, মহেশ ভাট, আনন্দ এল রাইরা। ‘উড়তা পঞ্জাবের’ আত্মপ্রকাশ রুখতে নিহালনি ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তাঁরা। এজন্য অনেকে সেন্সর বোর্ডর প্রধানের পদ থেকে তাঁর ইস্তফাও দাবি করেছেন। একদিকে যখন তাঁর ইস্তফার দাবিতে এককাট্টা বলিউডের পরিচালকদের একাংশ, তখন নিজের অবস্থানে অনড় পেহলাজ। তাঁর দাবি, তিনি যা শুনেছেন তাই বলেছেন। এজন্য ক্ষমা চাওয়া বা ইস্তফা দেওয়ার প্রশ্নই উঠছে না। অনুরাগ কাশ্যপের তৈরি সিনেমা ‘উড়তা পঞ্জাব’-এর কাহিনির মূল বিষয় হল পঞ্জাবের যুব সমাজের মধ্যে ড্রাগের নেশার বাড়বাড়ন্ত। কীভাবে ড্রাগের নেশা পঞ্জাবের যুব সমাজকে শেষ করে দিচ্ছে সেটাই তিনি সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন গ্যাংস ওফ ওয়াসিপুর বা গুলালের মত সিনেমার পরিচালক অনুরাগ। যদিও পেহলাজের দাবি, সিনেমায় পঞ্জাবকে হেয় করার চেষ্টা হয়েছে। আর অনুরাগ তা ইচ্ছে করেই করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে টাকা নিয়ে তিনি একাজ করেছেন বলেও অভিযোগ করেছেন সেন্সর বোর্ডের প্রধান। সিনেমার প্রদর্শন আটকে তিনি সাফ জানিয়েছেন সিনেমাটি থেকে ৮৯ টি দৃশ্য বাদ দিতে হবে। তা না হলে সেন্সর বোর্ড সিনেমার প্রদর্শনে ছাড়পত্র দেবে না। এদিকে কেজরিওয়ালের কাছ থেকে টাকা নিয়ে এই সিনেমা করার অভিযোগ অস্বীকার করেছেন অনুরাগ। তাঁর দাবি কেন্দ্রের পরামর্শেই ‘উড়তা পঞ্জাব’-কে আটকানোর চেষ্টা করছেন পেহলাজ। পেহলাজ নিহালনিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘চামচা’ বলেও খোঁচা দিয়েছেন অনুরাগ। এর উত্তরে পেহলাজ মেনে নিয়েছেন, তিনি মোদীর ‘চামচা’। আর মোদীর ‘চামচা’ হতে পেরে তিনি গর্বিত। তাঁর প্রশ্ন, মোদীর ‘চামচা’ হবেন না তো, কী তিনি ইতালির প্রধানমন্ত্রীর ‘চামচা’ হবেন? এই বাক যুদ্ধে এদিন ট্যুইট করে ঘৃতাহুতি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল ট্যুইটে দাবি করেছেন, পেহলাজ নিহালনির বক্তব্য থেকেই স্পষ্ট যে তিনি বিজেপির নির্দেশে এই সিনেমার প্রদর্শন বন্ধ করেছেন। এদিন শ্যাম বেনেগাল কমিটিকে সিনেমাটি দেখানো হচ্ছে। সিনেমাটি দেখার পর শ্যাম বেনেগাল কী বলেন, আপাতত সেটা শোনার জন্যই উদগ্রীব অপেক্ষায় গোটা বলিউড।
Leave a Reply