World

বিদেশে পথচলতিদের ভয় দেখাতে গিয়ে বড় সমস্যায় ভারতীয়

অন্য দেশ। বিখ্যাত শহর। সে শহরের আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সেখানেই পথচলতিদের ভয় দেখাচ্ছিলেন তিনি। তার ফল হল মারাত্মক।

রাস্তায় আচমকা এক ব্যক্তি নাচতে শুরু করলে পথচলতি সকলেরই নজর যায় তাঁর দিকে। সেটাই স্বাভাবিক। ব্যাংকক শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা সিয়াম স্কোয়ার। সেখানেই এক ভারতীয় মধ্যবয়সী ব্যক্তি নাচতে শুরু করেন। তার সঙ্গে পথচলতিদের লক্ষ্য করে খারাপ ভাষা প্রয়োগ করতে থাকেন। ব্যঙ্গ করতে থাকেন।

কোনও গাড়ি সেখান দিয়ে গেলে গাড়ির দিকে চেয়েও খারাপ ভাষা প্রয়োগ করতে থাকেন তিনি। যা দেখে সেখানে উপস্থিত অনেকেই অবাক হয়ে যান। কিন্তু অবাক হওয়া এক, আর ভয় পাওয়া আর এক!

ওই ভারতীয় ব্যক্তির হাতে একটি ছোট্ট পিস্তল দেখে অনেকেই ভয় পেয়ে যান। যা উঁচিয়েই ওই ব্যক্তি উদ্ধত আচরণ করছিলেন। অনেকে পিস্তল দেখে সেখান থেকে দ্রুত সরেও যান। খবর যায় পুলিশের কাছেও।

ব্যাংকক পুলিশ দ্রুত সেখানে হাজির হয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয়। দেখা যায় ভিডিও-র দ্বিতীয় ভাগে ওই ব্যক্তি রাস্তায় একটা কোণায় বসে। আশপাশে পুলিশ। তাঁকে উঠে দাঁড়াতে বলা হচ্ছে। কিন্তু তিনি দাঁড়াচ্ছেন না। অগত্যা পুলিশ তাঁকে জোর করে টেনে তোলে। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

ব্যাংকক পুলিশ এটা নিশ্চিত করেছে যে যে পিস্তল দেখিয়ে ওই ব্যক্তি সকলকে ভয় দেখাচ্ছিলেন তা কোনও আগ্নেয়াস্ত্র নয়, নিছক পিস্তলরূপী লাইটার।

কিন্তু মানুষকে ভয় দেখানোর চেষ্টা এবং সাধারণ জনজীবনের গতিকে নষ্ট করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির এমন পুরনো রেকর্ড আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *