World

বিশ্বের সবচেয়ে লম্বা গণেশমূর্তিটি ভারতে নেই, কোন দেশে রয়েছে সেটি

গণেশ পুজো নিয়ে মাতোয়ারা দেশ। কিন্তু বিশ্বের সবচেয়ে লম্বা গণেশমূর্তিটি ভারতে নেই। রয়েছে কাছের একটি দেশে। যে মূর্তির ৪ হাতে রয়েছে ৪টি ফল।

মহারাষ্ট্র থেকে দক্ষিণের রাজ্যগুলিতে গণেশ পুজোর রমরমা সবচেয়ে বেশি। এখন পশ্চিমবঙ্গেও বারোয়ারি গণেশ পুজোর প্রবণতা বাড়ছে। মহারাষ্ট্র বা তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে অতিকায় সব মূর্তি তৈরি করে পুজো হয় বিভিন্ন বারোয়ারিতে।

ভারতে গণেশ পুজোর হাত ধরেই কার্যত উৎসবের মরসুমের ঢাকে কাঠি পড়ে। তবে ভারতে গণেশ পুজো নিয়ে উন্মাদনা থাকলেও গণেশের সবচেয়ে বড় মূর্তিটি কিন্তু ভারতে নেই। রয়েছে কাছের একটি দেশে।

মূর্তিটি ৩০ মিটার বা ৯৮ ফুট লম্বা। আর যদি বেদী সমেত ধরা হয় তাহলে তা বেড়ে উচ্চতা দাঁড়ায় ৩৯ মিটার বা ১২৮ ফুট। যা ১২ থেকে ১৩ তলা বাড়ির সমান। মূর্তিতে ৮৫৪টি ব্রোঞ্জের ভাগ রয়েছে। গণেশের এই মূর্তি ১ পা এগিয়ে হাঁটার ভঙ্গিতে দাঁড়িয়ে।


এই ১টা পা এগিয়ে থাকা উন্নয়নের, এগিয়ে চলার প্রতীক। গণেশের মূর্তির ৪টি হাত। ৪ হাতে রয়েছে ৪টি ফল। আম, কাঁঠাল, আখ এবং কলা, এই ৪টি ফল মূর্তির ৪ হাতে জায়গা পেয়েছে। যা কৃষি উন্নয়নের প্রতীক। দাঁড়িয়ে থাকা এই গণেশমূর্তির পাদদেশে রয়েছে তাঁর বাহন ইঁদুর। যার হাতে থাকে মোদক। গণেশের প্রিয় মিষ্টি।

ভারতের পড়শি দেশ থাইল্যান্ডে রয়েছে বিশ্বের এই সবচেয়ে লম্বা গণেশমূর্তিটি। থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংকক থেকে কিছুটা দূরে অবস্থিত চাচোয়েংসাও প্রদেশ। সেখানেই রয়েছে খং খুয়িয়ান গণেশ ইন্টারন্যাশনাল পার্ক। ৪০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এই পার্ক অবস্থিত। যেখানে এই বিশাল গণেশমূর্তি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *