World

দূষণ কমাতে অভিনব ভাবনা, এ শহরে সরকারি যানে বিনামূল্যে যাতায়াত করা যাবে

দূষণ মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। তাই শহরের দূষণ কমাতে সরকারি যানবাহনে সাধারণ মানুষের ঘোরাফেরা বিনামূল্যে করে দিল এই শহর প্রশাসন। চালু টিকিট ছাড়াই যাতায়াতের সুবিধা।

Published by
News Desk

এ শহরে দূষণ মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। এমন পর্যায়ে পৌঁছে গেছে যে অনেক স্কুল ছুটি দিয়ে দিয়েছে। ছাত্রছাত্রীদের স্কুলে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি অনেক অফিসও কর্মীদের আপাতত বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দিয়েছে।

দূষণ থেকে কর্মীদের রক্ষা করতে ওয়ার্ক ফ্রম হোম করাচ্ছে তারা। তাতেও শহরে দূষণ মাত্রা কমার নাম নিচ্ছে না। দূষণ কমাতে তাই এক অভিনব ভাবনা সামনে আনল শহর প্রশাসন।

থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংকক এখন দূষণে ঢাকা এক শহরে পরিণত হয়েছে। এই দূষণ কমাতে সরকারি যানবাহনে সাধারণ মানুষের যাতায়াত বিনামূল্যে করে দিল ব্যাংকক প্রশাসন।

আপাতত ১ সপ্তাহের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে বাস থেকে শুরু করে পাতালরেল কোথাও যাত্রা করার জন্য আর টিকিট কাটতে হচ্ছেনা ব্যাংককবাসীকে। তাঁরা টিকিট ছাড়াই যাতায়াত করতে পারছেন।

এখন অনেকের মনে হতেই পারে যে সরকারি যানবাহনে সাধারণ মানুষ বিনামূল্যে ভ্রমণ করলে দূষণ কীভাবে নিয়ন্ত্রণ হবে? এখানেই ভাবনার অভিনবত্ব দেখিয়েছে ব্যাংকক।

শহর প্রশাসন মনে করছে টিকিটের খরচ বাঁচলে সাধারণ মানুষ রাস্তায় বার হলে সরকারি বাস বা মেট্রো পরিষেবা গ্রহণ করার চেষ্টা করবেন। তাতে তাঁদের খরচ বাঁচবে। আবার সহজে গন্তব্যেও পৌঁছনো সম্ভব হবে।

এতে শহরে ব্যক্তিগত গাড়ি বার করা কমবে বলেই মনে করছে প্রশাসন। শহরবাসী গাড়ি না বার করে বিনামূল্যে গন্তব্যে পৌঁছতে চাইবেন। আর শহরে গাড়ি যত কম বার হবে ততই দূষণ কমবে। এখন এই অভিনব ভাবনা আগামী দিনে দূষণ নিয়ন্ত্রণে কতটা কার্যকরি হয় সেদিকেই চেয়ে ব্যাংকক প্রশাসন।

Share
Published by
News Desk
Tags: Thailand

Recent Posts