হলিউড সিনেমা চোখের সামনে দেখলেন এয়ার এশিয়ার যাত্রীরা
সিনেমা মানে কাল্পনিক কাহিনি। তবে কল্পনা যে অনেক সময়ই বাস্তব হয়ে যেতে পারে তা ফের একবার দেখা গেল এয়ার এশিয়ার বিমানে। যাত্রীদের সামনেই ঘটল সবকিছু।
সিনেমায় ঘটা কাহিনি সর্বদাই অতিরঞ্জিত। তা আবার বাস্তবে হয় নাকি! এমনটা যাঁদের মনে হয় তাঁদের জন্য এই ঘটনা এক উদাহরণ। একদম হলিউডের টানটান সিনেমা চোখের সামনে দেখতে পেলেন এয়ার এশিয়ার যাত্রীরা। বিমান তখন আকাশে।
এমন সময় কয়েকজন যাত্রীর নজর কাড়ে বিষয়টি। তাঁরা দেখেন যাত্রী আসনের মাথার ওপর যে জিনিসপত্র রাখার জায়গা থাকে তার কোণা দিয়ে একটি সাপ সর্পিল ছন্দে চলেছে।
বিমানে সাপ! দেখেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। বাকি যাত্রীদেরও বিষয়টি জানতে সময় লাগেনা। দ্রুত বিমানকর্মীদের খবর দেওয়া হয়। যেখানে সাপটি ছিল তার নিচের অনেক আসন ফাঁকা হয়ে যায়। যাত্রীরা উঠে আসেন সেখান থেকে।
হলিউডের বিখ্যাত সিনেমা ‘এ স্নেক অন দ্যা প্লেন’ অনেকেই দেখেছিলেন। কিন্তু তেমন কিছুর সত্যিই তাঁদের কোনওদিন মুখোমুখি হতে হবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি যাত্রীরা।
এদিকে বিমানে সাপ ঘুরছে জানতে পেরে এক বিমানকর্মী প্রথমে একটি বোতল নিয়ে এসে সাপটিকে তার ভিতর বন্দি করার চেষ্টা করেন। কিন্তু সরু সাপটি সে ফাঁদে পা দেয়নি।
অগত্যা একটি বিশাল ব্যাগ এনে সাপটিকে বোতল দিয়ে ধাক্কা দিয়ে ওই ব্যাগের খোলা মুখের কাছে আনেন বিমানকর্মী যুবক। তারপর এক সময় সাপটি সেই ব্যাগের মধ্যে পড়ে যেতেই ব্যাগের মুখ চেপে ধরেন তিনি।
বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফুকেট যাচ্ছিল। এ সাপ তো ধরা পড়ল, আরও নেই তো! এই চিন্তা নিয়েই যাত্রীরা বিমান থেকে অবতরণ করেন গন্তব্যে পৌঁছনোর পর। তবে এই অবতরণের মধ্যে তাঁদের আর কোনও সাপের মুখে পড়তে হয়নি।













