World

২ আলাদা বছরে জন্ম নিল যমজ কন্যা, গড়ল ইতিহাস

যমজ কন্যা জন্মাল ২টি আলাদা বছরে। যা গোটা বিশ্বের কাছে একটি ঘটনা হয়ে সামনে এসেছে। ফলে এ খবর বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে জায়গাও পেয়েছে।

যমজ সন্তানের অর্থ নতুন করে কাউকে বোঝানোর অপেক্ষা রাখে না। মাতৃগর্ভে ২ সন্তান একসঙ্গেই বড় হয়। তারপর ভূমিষ্ঠ হয় একসঙ্গে।

সেক্ষেত্রে ২ সন্তান ২ আলাদা বছরে জন্ম নেওয়ার উপায় কোথায়! কিন্তু উপায় রয়েছে। আর সেই ঘটনাই ঘটেছে। ২ যমজ কন্যা জন্ম নিয়েছে ২টি আলাদা বছরে।

ঘটনাটি কিভাবে ঘটল? ২০২২ সালের ৩১ ডিসেম্বর রাতে প্রসব যন্ত্রণার শিকার হন মা। স্থানীয় সময় তখন রাত ১১টা ৫৫ মিনিট। ওই মহিলা জন্ম দেন এক কন্যার।

তবে চিকিৎসকেরা জানতেন যে তাঁর গর্ভে ১টি নয়, ২টি সন্তান বড় হয়েছে। তাই একটি সন্তানের জন্মের পর চিকিৎসকেরা অপেক্ষায় থাকেন দ্বিতীয় সন্তানের।

অবশেষে দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তবে তার জন্ম হয় ২০২৩ সালের ১ জানুয়ারির রাত ১২টা ১ মিনিটে। ফলে মাত্র ৬ মিনিটের ব্যবধানে জন্ম নেওয়া যমজ সন্তান এক ইতিহাস লিখে ফেলে। ২ সন্তানের জন্ম হল ২টি পৃথক বছরে। সেটাই তাদের জন্মের নথিতে লিপিবদ্ধও হয়।

ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসে। সেখানে যখন সকলে ইংরাজি নববর্ষকে আহ্বান জানাতে ব্যস্ত, ঠিক তখন কালি জো নামে এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে তাঁর যমজ সন্তানের জন্ম দিচ্ছিলেন হাসপাতালে। সেখানেই তাঁর ২ কন্যা সন্তানের জন্ম হয়। যা তাঁর অজান্তেই এক ইতিহাস রচনা করে। ফলে তা খবরও হয়ে যায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *