Lifestyle

হাতির পায়খানার ছবি বিক্রি করছে এক চিড়িয়াখানা, কারা কিনছেন এই ছবি

একটি চিড়িয়াখানা হাতির পায়খানার ছবি পাঠাতে তৈরি। যে কেউ চাইলে এই ছবি কাউকে পাঠাতে পারেন। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এই সুযোগ দিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Published by
News Desk

ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ প্রেমের দিন। ভালবাসার মানুষের সঙ্গে একটা দিন একান্তে কাটানোর দিন। দিনটা যেমন ভালবাসার, তেমন মনের মানুষকে উপহারে ভরিয়ে দেওয়ার। একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই উপহারের ক্ষেত্রে এক অভিনবত্ব নিয়ে এসেছে।

তারা ২ ধরনের ভিডিও অফার হিসাবে রেখেছে। ২ ধরনের ভিডিও কেনা যাবে তাদের কাছ থেকে। একটি ভিডিওতে রয়েছে একটি লাল পান্ডা আঙুর খেতে ব্যস্ত। চোখ জুড়িয়ে যায় সেই ছবি দেখলে।

অন্য ভিডিওটি একটি হাতির পায়খানা করার। যেখানে হাতি পায়খানা করছে তারই স্তূপাকৃতি পায়খানার নাদির ওপর। ২টি ভিডিও কিনতে খরচ একই। সেই ১০ ডলার। যা ভারতীয় মুদ্রায় ৮৭০ টাকার মতন। কিন্তু এই ভিডিও নিয়ে কি করবেন মানুষ।

ভ্যালেন্টাইনস ডে-কে সামনে রেখে ভালবাসার মানুষকে যিনি উপহার পাঠিয়ে মন ভরিয়ে দিতে চান, তিনি লাল পান্ডার আঙুর খাওয়ার ছবি কিনতে পারেন। সে ছবি পাঠাতেও পারেন। যার শেষে একটি দারুণ ডিজিটাল কার্ডও থাকবে।

আবার কেউ চাইলে তাঁর প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে হাতির পায়খানা করার ভিডিও পাঠাতে পারেন। যেখানে তিনি তাঁর রাগ অভিমান সব প্রকাশ করতে পারেন হাতির পায়খানা দিয়ে। এই ভিডিওর শেষেও থাকবে একটি ডিজিটাল কার্ড।

১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমেরিকার টেনেসি-র মেমফিস চিড়িয়াখানা এই ২টি ভিডিও বিক্রির কথা সামনে এনে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে। যা হয়তো ভ্যালেন্টাইনস ডে-র আগে চিড়িয়াখানার কোষাগারে মোটা অর্থপ্রাপ্তির কারণ হতে পারে।

Share
Published by
News Desk