Business

ট্রাইয়ের কোপে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়া

ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়ার মত দেশের ৩ প্রথমসারির মোবাইল সংযোগ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ট্রাই। লাইসেন্সের শর্তাবলী না মানার অভিযোগে ভারতের টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই এদিন ৩ সংস্থাকে ৩ হাজার ৫০ কোটি টাকা জরিমানা করেছে। এরমধ্যে ২১টি সার্কেলে অনিয়মের জন্য ভোডাফোন ও এয়ারটেলকে ১ হাজার ৫০ কোটি টাকা করে দিতে হবে। অন্যদিকে ১৯টি সার্কেলে অনিয়মের জন্য ৯৫০ কোটি টাকা গুনতে হবে আইডিয়াকে।

ট্রাই এদিন জানিয়েছে, এই ৩ সংস্থা রিলায়েন্স জিওকে যথেষ্ট সংখ্যক ইন্টারকানেক্ট পয়েন্ট দিচ্ছেনা। যা ট্রাইয়ের দেওয়া লাইসেন্সের শর্তভঙ্গ করছে। সর্বোপরি গ্রাহক স্বার্থ এতে ক্ষুণ্ণ হচ্ছে। এভাবে দেশের টেলিকম আইন ও নির্দেশিকাকে অগ্রাহ্য করে গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণ করার জন্যই এই ৩ সংস্থাকে আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ট্রাই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *