National

এক লাফে অনেকটা বাড়ছে তাজমহল দর্শনের খরচ

তাজমহল দর্শনের খরচ একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল কেন্দ্র। এখন তাজমহলে ঢুকতে সাধারণ দর্শকদের দিতে হয় ৪০ টাকা। এরপর আর কোনও খরচ নেই। ওই টিকিটে যতক্ষণ ইচ্ছা থাকতেও পারেন দর্শকরা। সেসব আগামী পয়লা এপ্রিল থেকে অতীত হতে চলেছে। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে তাজমহল প্রাঙ্গণে ঢোকার খরচ হিসাবে টিকিট পিছু বহন করতে হবে ৫০ টাকা। থাকবে বার কোড দেওয়া টিকিট। টিকিট ইস্যুর পর ৩ ঘণ্টার জন্য বৈধতা থাকবে টিকিটটির। তাজমহলে ঢোকা তো হল। এতদিন তাজমহলের মূল সমাধিস্তম্ভ ঘুরে দেখার কোনও খরচ ছিল না। আগামী ১ এপ্রিল থেকে সেজন্য আলাদা টিকিটের বন্দোবস্ত হচ্ছে। মাথাপিছু টিকিটের দাম ধার্য হয়েছে ২০০ টাকা। অর্থাৎ সন্তানদের নিয়ে একটি ৪ সদস্যের পরিবারের তাজমহল দেখতে গেলে পুরোটা ঘুরতে খরচ ১ হাজার টাকা। যা সাধারণ দর্শকের জন্য বড় ধাক্কা।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা অবশ্য টিকিট বসানোর কারণ হিসাবে পর্যটকদের আরও ভাল পরিষেবা প্রদানের দিকটি তুলে ধরেছেন। তাজমহলকে আরও ভাল করে দেখভালের দিকটিও সামনে রেখেছেন মন্ত্রী। এছাড়া বিদেশি পর্যটকদের জন্য মাথাপিছু ১২৫০ টাকার আলাদা টিকিটের বন্দোবস্তও করা হচ্ছে।

এদিকে এই খবর সামনে আসার পরই শুরু হয়েছে সমালোচনা। ক্রমশ দুর্মূল্য করে তুলে কী তবে তাজমহল দর্শনে লাগাম টানাতে চাইছে সরকার? সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়ে তাজমহল দেখা এড়িয়ে যাওয়ার রাস্তাই কী তবে পরিস্কার করার চেষ্টা হচ্ছে? এমনিতেই যোগী সরকার তাজমহলকে নিয়ে বিরূপ। সেই রাস্তাই কী সুকৌশলে পরিস্কার করা হচ্ছে? প্রশ্ন তুলছেন বিরোধীরা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button