সুইৎজারল্যান্ডের আলবিনে শহর, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
এদিক ওদিক ঘুরে বেড়ানো, টিভি দেখা, সিনেমা দেখা, রেস্তোরাঁয় খাওয়াদাওয়া, বই পড়া, গান শোনা, চুটিয়ে গল্পগুজব করা এবং আনন্দময় জীবন কাটানোর আরও নানা উপায় যদি কিছু না করেই পাওয়া যায় তাহলে তাকে অলীক স্বপ্ন বলে।
কিন্তু এমন স্বপ্ন বাস্তবও হতে পারে। শর্ত একটাই। থাকতে হবে একটি ছবির মত সুন্দর শহরে। স্বামী, স্ত্রী ও ২ সন্তানের একটি পরিবার যদি সেখানে থাকতে চায় তাহলে সেই পরিবারকে সরকারের তরফ থেকে ৪৫ লক্ষ টাকা দেওয়া হবে।
তবে গৃহকর্তার বয়স হতে হবে ৪৫ বছরের কম। তাহলেই মিলবে এই শহরে থাকার সুযোগ। সঙ্গে মিলবে পাহাড়ের কোলে বাড়ি। যদি সে বাড়ি পছন্দ না হয়, তাহলে জমি নিয়ে সুন্দর বাড়ি বানিয়ে ফেলতে পারেন ওখানে থাকতে গিয়ে।
একাও গিয়ে থাকা যায়। তবে সেক্ষেত্রে সরকার ১৫ থেকে ২০ লক্ষ টাকার মত দেবে। স্বামীস্ত্রী থাকতে গেলে পাওয়া যেতে পারে প্রায় ৪০ লক্ষ টাকা। স্বপ্নের মত শোনালেও এটা সত্যি।
সুইৎজারল্যান্ডে অপার সবুজ প্রকৃতির বুকে পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর জায়গা আলবিনে। এখানে এখন মোট জনসংখ্যা ২৪০ জন। আর এখানেই সমস্যা।
এখানকার জনসংখ্যা কমেই চলেছে। কিন্তু নতুন করে বাসিন্দা বাড়ছে না। যুবা বয়সের মানুষের তো বড়ই অভাব। তাই এবার টাকা দিয়ে সেখানে থাকার অফার দিচ্ছে সরকার খোদ। যাতে সেখানকার অর্থনীতি বেঁচে থাকে, আলবিনে বেঁচে থাকে।
এখানে অবশ্য সরকারের কাছ থেকে টাকা নিয়ে থাকতে গেলে একটা শর্ত মনে রাখতে হবে। ১০ বছরের আগে এ শহর ত্যাগ করা যাবেনা। আর যদি কেউ যেতেও চান তাহলে যে টাকা সরকার দিয়েছে তা পুরো মিটিয়ে তবেই শহর ছাড়তে পারবেন তাঁরা।