Business

খেলল ভারত পাকিস্তান, অর্ডার হল সাড়ে ৩ হাজার কন্ডোম

ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে গত শনিবার দুপুর থেকেই মানুষজন টিভির সামনে ছিলেন। সেই সময় এমন কিছু বিক্রি সামনে এল যার সঙ্গে ম্যাচের সম্পর্ক বুঝতে পারছেনা সরবরাহকারী সংস্থা।

Published by
News Desk

গত শনিবার বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ভারত পাকিস্তান মানে শুধুই ক্রিকেট নয়, যেন ২২ গজে একটা যুদ্ধ। সেই ম্যাচ দেখতে দুপুর থেকেই কোমর বেঁধে নেমে পড়েন বহু মানুষ। সকলেই টিভির সামনে।

বাড়িতেই খাবার পৌঁছে দেওয়ার জন্য বিখ্যাত সংস্থা সুইগি জানাচ্ছে এই ম্যাচ চলাকালীন তারা প্রচুর অর্ডার পেয়েছে। প্রতি মিনিটে তাদের কাছে ২৫০টি করে বিরিয়ানির অর্ডার ঢুকেছে। যা পুরো খেলায় চলেছে।

ফলে ভারত পাক ম্যাচে বিরিয়ানির বিক্রি কেবল সুইগি মারফতই যথেষ্ট নজর কাড়া। সেই সঙ্গে ১ লক্ষের ওপর কোল্ড ড্রিংকস অর্ডার হয়েছে সুইগিতে। ২০ হাজার চিপসের প্যাকেটও অর্ডার হয়েছে এই খেলা চলাকালীন।

এগুলো তো তবু খেলা দেখতে দেখতে খাওয়ার জন্য। কিন্তু সকলকে অবাক করে সুইগি এমন এক তথ্য দিয়েছে যা বেশ চমকপ্রদ। সুইগি জানাচ্ছে খেলা চলাকালীন ৩ হাজার ৫০৯টি কন্ডোমের অর্ডার দেওয়া হয়েছে অনলাইনে।

স্বাভাবিকভাবেই খেলা দেখার সঙ্গে এর কি সম্পর্ক তা সুইগিও বুঝে উঠতে পারেনি। তবে এটাই হয়েছে বলে দাবি করেছে সংস্থা। তাদের কাছে এই অর্ডার এসেছে।

ভারত পাক ক্রিকেট দ্বৈরথে ভারত পাকিস্তানকে খুব সহজেই হারিয়ে দেয়। কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি পাক ক্রিকেটাররা। ব্যাট, বল এবং ফিল্ডিং, ৩ বিভাগেই ভারত পাকিস্তানকে অনেকাংশে ছাপিয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts