National

ইঞ্জিনিয়ারিংয়ে ডিসটেন্সে ডিগ্রি গ্রাহ্য নয়, জানাল সুপ্রিম কোর্ট

২০০১ সালের পর ইঞ্জিনিয়ারিংয়ে যাঁরা ডিসটেন্স এডুকেশন পদ্ধতিতে ডিগ্রি পেয়েছেন, তাঁদের সেই ডিগ্রি গ্রাহ্য হবে না। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সেসব ডিগ্রিকে বাতিল বলে ঘোষণা করেছে। সেইসঙ্গে পুরো বিষয়টার একটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে ইউজিসি ও অন্যান্য সংস্থার কী ভূমিকা ছিল তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।

দেশের ৩টি বিশ্ববিদ্যালয়, উদয়পুরের জেআরএন রাজস্থান বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়, রাজস্থানের আইএএসই ডিমড বিশ্ববিদ্যালয় ও তামিলনাড়ুর সালেমের বিনায়ক মিশন রিসার্চ ফাউন্ডেশন ডিসটেন্সে পঠনপদ্ধতিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করিয়ে ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদান করত। যা বছরের পর বছর চলছিল অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অথবা ইউজিসি-র অনুমোদন ছাড়াই। তাই এসব বিশ্ববিদ্যালয়ের দেওয়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আদৌ কতটা বৈধ তা জানতে চেয়ে একগুচ্ছ আবেদন জমা পড়ে আদালতে। সেই মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *