National

ঐতিহাসিক রায়, আদালত অবমাননার দায়ে বিচারপতি সি এস কারনানের ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান। তাঁকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল শীর্ষ আদালত। স্বাধীনতার পর বিচার বিভাগের কোনও সিটিং জজকে কারাদণ্ড দেওয়ার ঘটনা এই প্রথম। আগামী দিনে কারনানের কোনও বক্তব্য যেন সংবাদমাধ্যমে প্রকাশ করা না হয় সে ব্যাপারেও ভারতীয় সংবাদমাধ্যমকে নির্দেশ দিয়েছে আদালত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে ৭ সদস্যের ডিভিশন বেঞ্চ এতবড় সিদ্ধান্ত নেওয়ার আগে শীর্ষ আদালতের বার কাউন্সিলেরও মতামত চায়। অবশেষে তারা কারনানের ছ’মাসের কারাদণ্ডের ঐতিহাসিক রায় দেয়। ডিভিশন বেঞ্চ জানিয়েছে এরপরও কারনানকে শাস্তি না দিলে দেশের আমজনতার কাছে ভুল বার্তা পৌঁছত। কারণ আদালত অবমাননার শাস্তি একজন সাধারণ মানুষেরও যা, একজন বিচারপতি হলেও তাঁর ক্ষেত্রে তাই।

দিনের পর দিন আদালতের ম‌‌র্যাদাহানি করছিলেন বলে অভিযোগ ছিল বিচারপতি কারনানের বিরুদ্ধে। গত সোমবার তাঁর মামলার সঙ্গে যুক্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ ৭ সদস্যের ডিভিশন বেঞ্চের সকলকে কারনান ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিন। তারপরই এদিন তাঁর ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *