Entertainment

৫ মাস পর ছেলেকে দুনিয়ার সামনে আনলেন গায়িকা


চলতি বছরে মা হয়েছেন বলিউড গায়িকা সুনিধি চৌহান। গত জানুয়ারিতে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের বয়স এখন ৫ মাস। এতদিন পাপারাৎজি, নেটিজেনদের ধরাছোঁয়ার বাইরেই ছিল সুনিধির ছেলে। একটু হয়তো নিজেকে সময় দিচ্ছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা। ছেলের বড় হওয়ার অপেক্ষাও করছিলেন। এদিকে সুনিধির ছেলেকে কেমন দেখতে হল তা নিয়ে সকলের মধ্যে কৌতূহলের পারদ চড়ছিল। অবশেষে গত রবিবার সেই প্রতীক্ষার অবসান হল। ৫ মাসের ছেলেকে প্রকাশ্যে আনলেন ৩৪ বছরের সুরেলা গায়িকা।


নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন সুনিধি চৌহান। ছবিতে যুতসই একটা ক্যাপশনও দিয়েছেন গায়িকা। তিনি লিখেছেন, মা হিসেবে প্রথম যাত্রা শুরু। কয়েক ঘণ্টার মধ্যেই বলিউডের ব্যস্ততম গায়িকার এমন স্নেহময়ী দায়িত্ববান মায়ের ‘লুক’ প্রশংসা আদায় করে নেয় ভক্তদের।


২০১২ সালে সঙ্গীত পরিচালক হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। ২০১৮-তে হিতেশের সন্তানের মা হন গায়িকা। এর আগে সুনিধির অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম সোশ্যাল সাইটে প্রচারিত হয়েছিল। এবারে সন্তানকে দুনিয়ার সামনে হাজির করলেন খোদ গায়িকা। সুনিধির নতুন পোস্টে তাঁর ছোট্ট ছেলের সারল্য মাখা ‘এক্সপ্রেশন’-এ ফিদা হয়ে গিয়েছেন সকলে। বলিউডের আরেক সঙ্গীত তারকা শ্রেয়া ঘোষাল সুনিধির ছবিতে লাইক দিয়ে লিখেছেন, দারুণ লাগছে মা–ছেলেকে। অপর গায়িকা আকৃতি কক্কর লিখেছেন, ছেলেকে কোলে নিয়ে তোমায় আরও সুন্দর দেখাচ্ছে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *