শ্যুটিংয়ে সপাটে চড়, ২ মহাতারকার মুখ দেখাদেখি বন্ধ, কি হয়েছিল ফাঁস করলেন সুভাষ ঘাই
শ্যুটিংয়ে একটা সিনে সপাটে চড় ২ বলিউড মহাতারকার মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেয়। তাঁদের ফের অন্য সিনেমায় এক করেন সুভাষ ঘাই। সেই কাহিনি বললেন সুভাষ।

এই কাহিনি জানতে গেলে পিছিয়ে যেতে হবে ১৯৫৯ সালে। সেই সময় রামানন্দ সাগর একটি সিনেমা বানাচ্ছিলেন। নাম ‘পয়গাম’। সেই সিনেমায় অভিনয় করছিলেন দিলীপ কুমার ও রাজ কুমার।
সে সময় দিলীপ কুমার বলিউডের উজ্জ্বল তারকা। অন্যদিকে রাজ কুমার অনেকটাই বলিউডে নতুন। সেদিক থেকে অনেকটা জুনিয়রও। কিন্তু সিনেমায় রাজ কুমার ছিলেন দিলীপ কুমারের দাদার চরিত্রে।
একটি দৃশ্যে রাজ কুমার মানে দাদা ভাই দিলীপ কুমারকে একটি চড় মারবেন। ক্যামেরা চালু হলে রাজ কুমার চড় মারেন। সেই চড় এতটাই সপাটে ছিল যে দিলীপ কুমারও কিছুক্ষণের জন্য অবাক হয়ে যান।
স্থির করেন আর কখনও রাজ কুমারের সঙ্গে এক সিনেমায় অভিনয় করবেননা। পরে রাজ কুমারও এক মহাতারকা হয়ে ওঠেন। ২ তারকার মধ্যে দূরত্ব কিন্তু থেকেই যায়।
এ ঘটনার কথা বিখ্যাত বলিউড পরিচালক সুভাষ ঘাই সম্প্রতি জানিয়েছেন। তিনি এটাও জানান তারপর অনেক দিন কেটে গেছে। ১৯৯০ সালে তাঁর নির্দেশনায় বলিউডে আর এক সুপারহিট সিনেমা তৈরি হয়েছিল। নাম ‘সওদাগর’।
এই সিনেমায় সুভাষ ঘাই ২ মহাতারকার সেই ৩১ বছরের বিভেদ মুছে দেন। ২ জনকে এক পর্দায় অভিনয় করানোর জন্য রাজি করান। সুভাষ আরও বলেন যে ওই সিনেমাটির শ্যুটিং যে সময় শেষ হওয়ার কথা ছিল তার ৩ মাস আগেই শেষ করা সম্ভব হয়েছিল।
কারণ সকলেই তাঁদের ১০০ শতাংশ উজাড় করে অভিনয় করেন। আর নির্দেশনায় থাকা সুভাষ ঘাই ঠিক যেভাবে বলেন সেভাবেই প্রত্যেকে অভিনয়টা করে যান। নিজেদের মতামত প্রকাশ না করে। এই সিনেমা তৈরির সময় দিলীপ কুমার ও রাজ কুমারের মধ্যে সেই পুরনো বিভেদ মুছে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা