Business

সুখবর! স্থায়ী আমানতে সুদের হার বাড়াল এসবিআই

ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের ওপর সুদের হার বাড়িয়ে আমানতকারীদের কিছুটা হলেও স্বস্তি দিল এসবিআই। বিভিন্ন সময়সীমার ডিপোজিটের ওপর ১৫ থেকে ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বৃদ্ধি করা হয়েছে। তবে ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মধ্যের এফডি-র ওপর সুদ অপরিবর্তিতই আছে। থেকে গেছে ৬.২৫ শতাংশই।

এসবিআইতে ৩টি ক্যাটাগরির ডিপোজিট হয়। একটি ১ কোটির কম। একটি ১ কোটি থেকে ১০ কোটির মধ্যে। আর একটি ১০ কোটির বেশি। তবে আমজনতার ক্ষেত্রে প্রথম ক্যাটাগরিটাই প্রযোজ্য। সেক্ষেত্রে এফডি ডিপোজিট ১ কোটি টাকার নিচে এবং ২ বছরের মধ্যে হলে সুদের হার ৬.২৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬.৪০ শতাংশ। আর ২ বছরের ওপর ডিপোজিটের ক্ষেত্রে ৬ শতাংশ থেকে সুদ বেড়ে হয়েছে ৬.৫০ শতাংশ। অর্থাৎ এখন ২ বছরের বেশি এফডি-তে উৎসাহ দেওয়া হল। যা আগে ছিলনা। আবার খুব কম দিনের ডিপোজিট অর্থাৎ ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে এফডি হলে সুদ ৫.২৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই হার আবার বেড়ে হয়েছে ৬.২৫ শতাংশ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত বছরে যেভাবে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে চার্জ বা পেনাল্টি বৃদ্ধি করেছিল, তাতে সাধারণ আমানতকারীদের মাথার চুল খাড়া হওয়ার জোগাড় হয়েছিল। অনেকেই বুঝতে পারছিলেন না কেন টাকা কাটল! কিন্তু টাকা কাটা হয়েছিল। বেআইনিভাবে নয়। স্টেট ব্যাঙ্কের ঘোষিত নিয়ম মেনেই। কিন্তু অনেকের তা জানা ছিলনা। ফলে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টও অনেক গ্রাহক বন্ধ করে দেন। তবে কী সেকথা মাথায় রেখেই এবার গ্রাহক স্বস্তির রাস্তায় হাঁটার একটা পদক্ষেপ করল ব্যাঙ্ক? সে কারণ যাই হোক না কেন, এদিনের স্টেট ব্যাঙ্কের পদক্ষেপ অবশ্যই তারিফের দাবি রাখে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *