Business

গাড়ি, বাড়ির ঋণে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক

মধ্যবিত্তের জন্য কিছুটা স্বস্তির বাতাস বইয়ে দিল স্টেট ব্যাঙ্ক। গাড়ি বা বাড়ির ঋণে সুদের হার কমাল এসবিআই। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ৫ বেসিস পয়েন্ট করে সুদের হার কমানো হয়েছে। অর্থাৎ শতাংশের হিসাবে কমল ০ দশমিক ০৫। এতদিন গৃহঋণে এসবিআই সুদ নিত ৮ দশমিক ৩৫ শতাংশ। সুদ কমায় সুদ দাঁড়াবে ৮ দশমিক ৩০ শতাংশ। একইভাবে গাড়ির ঋণে এতদিন এসবিআই সুদ নিত ৮ দশমিক ৭৫ শতাংশ হারে। সুদের হার কমায় এখন গ্রাহকদের সুদ গুনতে হবে ৮ দশমিক ৭০ শতাংশ হারে।

১ নভেম্বর থেকে নয়া সুদের হার কার্যকর হয়েছে। যাঁরা এসবিআই থেকে ঋণ নিয়েছিলেন তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু অন্য ব্যাঙ্ক থেকে যাঁরা ঋণ নিয়ে বাড়ি বা গাড়ি কিনেছেন তাঁদেরও হয়তো চিন্তার কিছু নেই। অনন্ত তাই মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ হিসাবে তাঁদের আশা, এসবিআই যখন কমিয়েছে তখন সেই রাস্তায় হেঁটে অন্য ব্যাঙ্কগুলিও গাড়ি বা বাড়ির ঋণে সুদের হার কমাবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *