পৃথিবী এই প্রথম দেখল এমন বেড়াল, তবে কি নতুন প্রাণির দেখা মিলল
বেড়ালের নানা প্রজাতি রয়েছে বিশ্বজুড়ে। তেমনই এক অতি বিরল প্রজাতির বেড়ালের দেখা যদিও বা পাওয়া যায়, এমন বেড়াল আগে কেউ কখনও দেখেননি।
 
						জঙ্গলের মধ্যে তিনি নানা প্রাণির ছবি তোলার জন্য ঘুরে বেড়ান। ঘণ্টার পর ঘণ্টা ক্যামেরা লাগিয়ে অপেক্ষায় থাকেন। যদি কোনও বিরল কিছু নজরে পড়ে। যদি কোনও প্রাণি প্রকৃতির বুকে নিজের মত করে কী করে তার ছবি ধরা পড়ে তাঁর লেন্সে।
এমন করতে গিয়েই তিনি এমন এক ছবি পেয়ে গেলেন যা পৃথিবীজুড়ে সকলের নজর কেড়ে নিয়েছে। কারণ এমন বেড়াল তো আগে কেউ কখনও দেখেননি।
প্রসঙ্গত বেড়ালের নানা প্রজাতি রয়েছে। যার একটি হল আইবেরিয়ান লিংস। এই প্রজাতির বেড়াল অতি বিরল তালিকাভুক্ত। এমনকি মনে করা হচ্ছিল তা বিলুপ্তির দরজায় দাঁড়িয়ে আছে।
দক্ষিণ পশ্চিম ইউরোপেই এই বিশেষ প্রজাতির বনবিড়ালগুলিকে দেখতে পাওয়া যায়। বিলুপ্তপ্রায় হয়ে পড়ায় তাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে স্পেন। দক্ষিণ স্পেনের কায়েন পর্বতমালার জঙ্গলকে এই বনবিড়ালদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে।
সেখানেই ছবি তুলতে গিয়ে এক ছবি সংগ্রাহকের ক্যামেরায় ধরা পড়ে একটি আইবেরিয়ান লিংসের ছবি। তবে সে বেড়ালটি সাধারণ আইবেরিয়ান লিংসের মত নয়। বরং ধবধবে সাদা! সাদা আইবেরিয়ান লিংস আজ পর্যন্ত কেউ কখনও কোথাও দেখেননি। এমন যে আইবেরিয়ান লিংস হতে পারে সেটাই কারও জানা ছিলনা।
এমন সাদা আইবেরিয়ান লিংস তো আগে কেউ কখনও দেখেননি। তবে কি নতুন এক প্রজাতির সৃষ্টি হল এই পৃথিবীতে? এমন প্রশ্ন নিয়ে গবেষকদের কাছে পৌঁছয় ছবি। তাঁরা সেই ছবি পরীক্ষা করে অবশ্য অন্য তথ্য জানিয়েছেন।
বিজ্ঞানীরা জানাচ্ছেন যে সাদা আইবেরিয়ান লিংস-টির ছবি ধরা পড়েছে সে নতুন কোনও প্রজাতি নয়, বরং আইবেরিয়ান লিংস বেড়ালই। এই বেড়ালটি লিউসিজম রোগে আক্রান্ত। যা একধরনের জেনেটিক সমস্যা। এর ফলে চামড়ার পিগমেন্ট নষ্ট হয়। তাই এটি এমন সাদা হয়ে গেছে।













