৬৫০ বছরের পুরনো জুতোর খোঁজ পাওয়া গেল শকুনের বাসায়
পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন ধরনের ঐতিহাসিক নিদর্শনের খোঁজ মেলে। তা বলে পাখির বাসায় এমন কিছু পাওয়া গেলে অবাক হতেই হয়।

কোনও পাখির বাসায় ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত হয়েছে বলে আজ অবধি জানা যায়নি। তবে সম্প্রতি এমনই এক অবাক করা কাণ্ড সামনে এসেছে। এক শকুনের বাসা থেকে পাওয়া গেছে কয়েকশো বছরের পুরনো একটি জুতো।
পরীক্ষা করে দেখা গেছে জুতোটির বয়স হবে ৬৫০ থেকে ৬৯৬ বছরের মধ্যে। খুব অদ্ভুতভাবে এত পুরনো হওয়া সত্ত্বেও জুতোটি একেবারে নিখুঁত অবস্থাতেই রয়েছে। শকুনটি যে সেটিকে বেশ যত্নে রেখেছিল তা বলাই বাহুল্য।
কিছুদিন আগে পাইরেনিয়ান ইন্সটিটিউট অফ ইকোলজির গবেষকদের একটি দল দক্ষিণ স্পেনের এক গুহায় অভিযানে গিয়েছিল। সেখানেই তারা শকুনের বাসা থেকে এই জুতোটি খুঁজে পায়। ঘাস এবং ডালপালা দিয়ে তৈরি এই জুতো একাধারে একটি শিল্পের উদাহরণ এবং ঐতিহাসিক নিদর্শন।
যা দিয়ে জুতোটি তৈরি তাতে সাধারণ অবস্থায় তা পচে যাওয়ার কথা। কিন্তু গুহার ভিতরের শীতল ও শুষ্ক বাতাসের কারণে জুতোটি নিখুঁতভাবে সংরক্ষিত হয়েছে। শকুনরাও প্রজন্মের পর প্রজন্ম ধরে একই জায়গায় বাসা বেঁধে রয়েছে। তাই জুতোটিও সেখানেই থেকে গেছে।
ইকোলজি জার্নালে এই গবেষণাটি সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন তাঁরা ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে ওই গুহায় প্রায় এক ডজন শকুনের বাসার খোঁজ পেয়েছিলেন। ওই বাসাগুলিতে জামাকাপড় সহ মানুষের তৈরি অনেককিছুই পাওয়া গেছে।
শকুনের বাসায় বিজ্ঞানীরা এই জুতোটির সঙ্গে গুলতি, বিভিন্ন প্রাণির হাড় এবং ভেড়ার পশম পেয়েছেন। শকুনের বাসাগুলি থেকে উদ্ধার করা জিনিসের বয়স অনুমান করতে গবেষকরা রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করেন। বিজ্ঞানীরা গুহাটিকে একটি প্রাকৃতিক ঐতিহাসিক জাদুঘর বলে ব্যাখ্যা করছেন।