১০ বছরের ছেলেকে বিমানবন্দরে রেখে বেড়াতে চলে গেলেন বাবা মা
১০ বছরের ছেলেকে নিয়ে তাঁরা বিমানবন্দরে এসেছিলেন বিমান ধরতে। কিন্তু ছেলের পাসপোর্ট নিয়ে সমস্যা হওয়ায় তাকে বিমানবন্দরে ফেলেই বাবা মা দিব্যি বেড়াতে চলে গেলেন।

তাঁদের ২ সন্তান। ১টি ১০ বছরের ছেলে। অন্যটি আরও ছোট। পুরো পরিবারই বেড়াতে যাচ্ছিল অন্য দেশে। সেখানেই হয় সমস্যা। স্পেনের বার্সিলোনা বিমানবন্দরে ওই ১০ বছরের ছেলের পাসপোর্ট সংক্রান্ত সমস্যা ধরা পড়ে।
যে পাসপোর্ট ছিল তার সঙ্গে প্রয়োজনীয় ভিসা ছিলনা। ফলে ওই বালককে নিয়ে বিমানে ভিন দেশে পাড়ি দেওয়া যাবেনা বলে জানিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে সব বাবা মা যা করবেন এই ছেলেটির বাবা মা তা করেননি। তাঁরা যাত্রা বাতিল করেননি।
বরং বেড়াতে যাওয়া বাতিল না করে তাঁরা তাঁদের ১০ বছরের সন্তানকে বিমানবন্দরেই একা ছেড়ে দিয়ে বিমানে উঠে যান। যাতে তাঁদের বেড়ানোয় কোনও সমস্যা না হয়। বিমান উড়ে না যায়।
১০ বছরের ছেলেটি চোখের সামনে দেখে বাবা মা তাঁদের অন্য সন্তানকে নিয়ে বিমান উঠে গেলেন। সে একা বিমানবন্দরে কি করবে কিছুই বুঝতে পারছিলনা। বিষয়টি নজর এড়ায়নি বিমানবন্দরের কর্মীদের।
তাঁরা দ্রুত ওই ছোট্ট ছেলেটিকে উদ্ধার করে তার কাছে বাবা মা সম্বন্ধে বিস্তারিত জানতে চান। কেন সে একা তাও জানতে চান। ছেলেটি জানায় তার বাবা মা অন্য দেশে বেড়াতে যাচ্ছেন। তাঁরা বিমানেও উঠে গেছেন।
সময় নষ্ট না করে ওই বিমানের পাইলটকে বিষয়টি জানানো হয় বিমানবন্দর থেকে। বিমানবন্দর পুলিশেও খবর দেওয়া হয়। তখনও বিমানটি উড়ে যায়নি। খবর পাওয়ার পরই বিমান থেকে নামিয়ে আনা হয় ওই বালকের বাবা মাকে।
তাঁদের থানাতেও নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা দাবি করেন তাঁরা তাঁদের এক আত্মীয়কে ফোন করে জানিয়ে দিয়েছিলেন তাঁদের ছেলেকে তিনি যেন বিমানবন্দর থেকে এসে নিয়ে যান।
তা বলে একটা ১০ বছরের ছোট্ট ছেলেকে এভাবে বাব মা বিমানবন্দরে একা ফেলে বিমান ধরার জন্য চলে যেতে পারেন! বিষয়টি মেনে নিতে পারছেন না কেউই।