আজব শহর, এ শহরে কারও প্রাণ যাওয়া বেআইনি, ২৫ বছরেও বদলাল না নিয়ম
জন্ম যেমন আছে, তেমনই জীবনাবসানও অবশ্যম্ভাবী। কিন্তু এ শহরে কারও জীবন যাওয়া মানা। একেবারে বেআইনি। এ শহরে থাকতে গেলে প্রাণ গেলে চলবে না।

জন্ম আর জীবনাবসান, এক শাশ্বত সত্য। যা বদল করার সাধ্য মানুষের নেই। তাই পৃথিবীর যেখানেই মানুষ থাকেন, সেখানেই জন্ম আর জীবনাবসান তালে তাল মিলিয়ে চলতে থাকে।
কিন্তু পৃথিবীতে এমন এক শহর রয়েছে যেখানে জন্ম চলতে পারে। কিন্তু জীবনাবসান বেআইনি। মনে হতেই পারে যে এ কেমন কথা! জীবনাবসান কি কারও হাতে নাকি যে তিনি চাইলেই চিরকাল বেঁচে থাকবেন!
এ শহরে কিন্তু এই নিয়ম গত ২৫ বছর ধরে চলেই আসছে। যা আজও চলছে। ১৯৯৯ সালে এই ছোট্ট শহরের তৎকালীন মেয়র ঘোষণা করেছিলেন এক আজব ফতোয়া। সে শহরে থাকতে গেলে জীবন গেলে চলবে না। তবে তার মধ্যে লুকিয়ে ছিল গভীর মর্মার্থ ও বুদ্ধিমত্তার পরিচয়।
স্পেনের ছোট্ট শহর লজারোঁ সেই সময় এমন এক সমস্যার মুখে পড়েছিল যা ওই শহরের পুরসভার রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। প্রকৃতির অপার দানে সমৃদ্ধ ছবির মত সুন্দর ওই শহরে তখন একটাই গোরস্থান ছিল। কিন্তু সেখানে আর কবর দেওয়ার মত সামান্য জায়গাও ছিলনা।
পুরসভা তখন হন্যে হয়ে নতুন জমি খুঁজে বেড়াচ্ছিল। যাতে সেখানে নতুন একটি কবরস্থান তৈরি করা যায়। সেটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততদিন শহরবাসীকে সুস্থ ও স্বাস্থ্যকর জীবন যাপনের পরামর্শ দেন মেয়র। যাতে তাঁরা দীর্ঘায়ু হতে পারেন।
মেয়র সে সময় জানান, এ শহরে নতুন গোরস্থান তৈরি হওয়া পর্যন্ত শহরের কারও জীবনাবসান বেআইনি। মজার কথা হলেও গত ২৫ বছরে এখনও ওই শহরে পূর্বতন মেয়রের ঘোষণা অনুযায়ী জীবনাবসান বেআইনি বলেই পরিচিত।