SciTech

মহাকাশে আজব গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, অবাক করা কাণ্ড ঘটায় গ্রহটি

এমন গ্রহ এর আগে দেখার সুযোগ পাননি বিজ্ঞানীরা। অবশ্যই সৌরমণ্ডলের গ্রহ নয়। গ্রহটি সৌরমণ্ডলের বাইরের। যা তার আচরণেই নজর কেড়েছে বিজ্ঞানীদের।

মহাকাশ বিজ্ঞানীরা সারাক্ষণই নতুন কিছু খুঁজে বেড়ান অনন্ত মহাকাশে। এখন প্রযুক্তির কৃপায় অতিশক্তিশালী সব যন্ত্রপাতি বহু বহু দূরের অনেক কিছুকে কাছে এনে দেয়। দেখার সুযোগ করে দেয়।

যেমন বিজ্ঞানীরা মোটামুটি ৪০০ আলোকবর্ষ দূরে একটি গ্রহের সন্ধান পেয়েছেন। যা অতি আজব গ্রহ। আজব কারণ তার আচার আচরণ অবাক করা। গ্রহটি এমনিতে বৃহস্পতিগ্রহের মতই। তবে তার ভর বৃহস্পতির মাত্র ৫ শতাংশ।

গ্রহটি একটি গ্যাস দানব। যা তার সূর্যের এতটাই কাছে অবস্থান করছে যে মনে হয় তা তার সূর্যের সঙ্গে প্রায় লেগেই রয়েছে। এইচআইপি ৬৭৫২২ বি নামে গ্রহটি তার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে, অর্থাৎ ওই গ্রহটির ১ বছর হতে পৃথিবীর হিসাবে মাত্র ৭ দিন লাগে। ৭ দিনেই সে তার সূর্যকে একবার প্রদক্ষিণ করে ফেলে।

গ্রহটি তার সূর্যের এত কাছে থাকে যে তা উল্টে তার সূর্যের শক্তিশালী বিকিরণকে আরও তরান্বিত হতে সাহায্য করে। গ্রহটির নিজের যে বায়ুমণ্ডল তা তার সূর্যের এই বিকিরণ বাড়িয়ে দেয়। এমন কাণ্ড এর আগে বিজ্ঞানীরা তেমন দেখেননি।

সৌরমণ্ডলের বাইরেও অনেক নক্ষত্রমণ্ডলের দেখা পাওয়া গেছে। যেখানে তার নক্ষত্রকে প্রদক্ষিণ করছে অনেক গ্রহ। কিন্তু এটা এর আগে দেখা যায়নি যে কোনও নক্ষত্রমণ্ডলের নক্ষত্রের উত্তাপ ও বিকিরণ বাড়াতে সাহায্য করছে তারই গ্রহ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *