World

পুরুষ নেই, ২০ শতাংশ কমে গেল এই দেশের সেনা

এমন কথা বড় একটা শোনা যায়না। পুরুষের অভাবে একটা দেশের সেনাবাহিনীতে সেনা সংখ্যাই কমে গেল। বিষয়টা বেশ অবাক করছে।

একটি দেশের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার ভরসা। সেই সেনাবাহিনীতে সেনা সংখ্যা ক্রমশ কমছে বিশ্বের অন্যতম একটি দেশে। যা সে দেশের প্রতিরক্ষা মন্ত্রককে চিন্তায় ফেলে দিয়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ যে রীতিমত চিন্তার তাও জানিয়ে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে।

কিন্তু সেনা কমার ক্ষেত্রে এখনই কিছু করার মত অবস্থাতেও নেই এই দেশ। কারণ পুরুষের অভাব। দেশে ক্রমশ পুরুষের অভাব দেখা দিচ্ছে। ঠিক পুরুষ না বলে কার্যত জন্মের হারই কমছে।

জন্মহারে বিশ্বের মধ্যে কার্যত তলানিতে এসে ঠেকেছে এই দেশ। এ দেশে যুবকদের সাধারণত একটা সময় সেনাবাহিনীতে কাজ করতে হয়। কিন্তু দেশে যুবকের সংখ্যাই উল্লেখযোগ্য ভাবে কম হওয়ায় সেনাবাহিনীতে তার প্রভাব পড়েছে।


একটি পরিসংখ্যান অনুযায়ী, গত ৬ বছরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে কর্তব্যরত সেনা সংখ্যা ২০ শতাংশ হ্রাস পেয়েছে। যা বেশ নজরকাড়া। পড়শি দেশ উত্তর কোরিয়ার যেখানে সেনা সংখ্যা প্রায় ১২ লক্ষ সেখানে দক্ষিণ কোরিয়ার তার অর্ধেকেরও কম। যা অবশ্যই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রককে ভাবাচ্ছে।

বিষয়টি দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট পর্যন্ত পৌঁছেছে। দেশে যেভাবে জন্মহারই কমছে তাতে দেশে যুবকের সংখ্যা কমাটা অস্বাভাবিক কিছু নয়। যা পরিস্থিতি তাতে প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ বরাদ্দ করা হলেও দক্ষিণ কোরিয়ার সেনা সংখ্যা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের চিন্তা কমছে না।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *