বরিইয়ং মাড ফেস্টিভাল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
কাদামাটির দোলে মাতোয়ারা হয়ে উঠেছেন মানুষজন। স্থানীয় মানুষজন তো রয়েছেনই। তার সঙ্গে বিদেশ থেকেও অনেকে এই দোলে শামিল হতে হাজির হন। এই খেলার বিশেষত্বই হল রং বলতে এখানে কেবল কাদামাটি। যা মেখে ভূত সকলেই।
সকলের মুখেই উজ্জ্বল উচ্ছল হাসি। এই কাদামাটির খেলা অবশ্য একটা বিশেষ জায়গায় হয়। একটি সমুদ্রসৈকতের কাছে। যেখানে একটি বিশেষ জায়গা থেকে কাদামাটি এনে তা গোলা হয় বিশাল চত্বর জুড়ে। তারপর শুরু হয় খেলা। যা চলে ২ সপ্তাহ ধরে।
যেখানে কাদামাটি মেখে ও মাখিয়ে চলে চুটিয়ে দোল খেলা। এই গরমকালের দোলের অন্য একটা দিকও রয়েছে। এই দোলে মানুষ এই কাদামাটি মেখে কেবল আনন্দই করেননা, তাঁদের ত্বকেরও যত্ন নেন। এই গোলা মাটি ত্বকের জন্যও দারুণ উপকারি।
বরিইয়ং মাড ফেস্টিভাল অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার রাজধানী শহর সিওল থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বরিইয়ং শহর সংলগ্ন ডিচেন সমুদ্রসৈকতের একটা অংশ ঘিরে নিয়ে সেখানেই এই উৎসব অনুষ্ঠিত হয়।
এবার ২৫ জুলাই এই উৎসব শুরু হয়েছে। চলবে ১০ অগাস্ট পর্যন্ত। এই পুরো সময়ে চলবে কাদামাটি নিয়ে দোল খেলা। যেখানে বিদেশ থেকেও বহু মানুষ হাজির হন।
তাঁরা শামিল হন স্থানীয়দের সঙ্গে এই দোলে। সারা শরীর ঢাকা পড়ে কাদায়। নারী পুরুষ নির্বিশেষে এই বরিইয়ং মাড ফেস্টিভালে অংশ নিয়ে অনাবিল আনন্দে মেতে ওঠেন।