ফুলের বোকে, প্রতীকী ছবি
বিশ্বজুড়ে প্রেমের দিন হিসাবে ধরা হয় ভ্যালেন্টাইনস ডে-কে। ১৪ ফেব্রুয়ারি গোটা বিশ্ব মেতে ওঠে প্রেম দিবস পালনে। এই দিনে ফুল থেকে চকোলেট, অলঙ্কার থেকে সুদর্শন কোনও উপহার, নারী পুরুষ একে অপরকে দিয়ে প্রেম নিবেদন করেন।
ভালবাসার স্মারক হয়ে থেকে যায় সেই উপহার। এই ভালবাসার দিনে নারী পুরুষ একে অপরকে উপহার দেন। কেবল নারী বা কেবল পুরুষরাই উপহার দেন না।
কিন্তু পৃথিবীতে এমনও একটি দেশ রয়েছে যেখানে ভ্যালেন্টাইনস ডে-র দিন কেবল নারীরাই পুরুষদের উপহার দিতে পারেন। পুরুষরা চাইলেও ওইদিন ভালবাসার নারীকে কোনও উপহার দিতে পারবেননা।
এই রীতি বহুকাল ধরে চলে আসছে দক্ষিণ কোরিয়ায়। তাহলে কি কেবল নারীরাই পুরুষদের উপহার দেন? এর উত্তর অবশ্য একটু আলাদা।
১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইনস ডে। ওইদিন দক্ষিণ কোরিয়ায় প্রাণের পুরুষকে মূলত চকোলেট উপহার দেন নারীরা। অন্য উপহার যে দেন না এমনটাও নয়। ওইদিন পাল্টা কিছু না দিতে পারলেও পুরুষরা উপহার দেন।
ওই নারীকেই উপহার দেন। তবে সেটা দেন ১৪ মার্চ। ঠিক এক মাস পর। ১৪ মার্চ দক্ষিণ কোরিয়ায় হোয়াইট ডে বা শ্বেত দিবস হিসাবে পালিত হয়। ওইদিন ওই পুরুষটি পাল্টা উপহার দেন।
দক্ষিণ কোরিয়ায় একটা প্রচলিত ধারনা আছে যে ১৪ ফেব্রুয়ারি ভালবাসার নারীর কাছ থেকে যে উপহার পুরুষটি পান, তার কমপক্ষে ৩ গুণ মূল্যের উপহার তিনি ফিরিয়ে দেন ১৪ মার্চ হোয়াইট ডে-র দিন।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…