World

ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ কোরিয়া


বুধবার দুপুর ২টো ২৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ অংশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। মাঝারি মাপের এই কম্পনে আতঙ্ক ছড়ালেও হতাহতের কোনও খবর নেই। ভূমিকম্পের কেন্দ্র ছিল দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্ব উপকূলে পোহাং শহরের কাছে। তবে কেন্দ্রটির থেকে ২৩০ মাইল দূরে রাজধানী সিওলের বাসিন্দারাও টের পেয়েছেন কম্পন। কোরিয়ান ভূতত্ত্ব বিভাগ আফটারশকের সম্ভাবনার কথা জানালেও খারিজ করে দিয়েছে সুনামি সম্ভাবনা।


এদিকে কম্পন অনুভূত হওয়ার পরই বহু মানুষ বাড়ি বা অফিস ছেড়ে দ্রুত রাস্তায় নেমে আসেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় কাজকর্ম। অনেকেই এমন কম্পনের জন্য উত্তর কোরিয়ার বেপরোয়া পরমাণু বোমা পরীক্ষাকে কাঠগড়ায় চাপাচ্ছেন।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *