World

সমুদ্রে ভেসে এল রহস্যজনক পালতোলা নৌকা, ধারেকাছে যাওয়া নিষেধ

সমুদ্রে ভেসে এল একটি পালতোলা নৌকা। কোথা থেকে এল, কীভাবে এল, কেনই বা এভাবে ভেসে এসে বালিতে আটকে গেল, সবই ছিল রহস্য।

সমুদ্রের ধারে প্রতিদিনই মানুষ আসেন। অবসর কাটান। সমুদ্রকে উপভোগ করেন। কিন্তু সেই সমুদ্রের ধারেই ভেসে এল একটি রহস্যময় পালতোলা নৌকা। ফলে সাদামাটা অবসরটা আর রইল না। তৈরি হল কৌতূহল।

সাধারণত এমন পালতোলা নৌকা সমুদ্রের জলে ভেসে বেড়ালেও সেগুলি এভাবে বালির ওপর উঠে আসেনা। কেউ যে সেটাকে নিয়ে এসেছেন এমনও নয়। সেটা আপন মনেই ভাসতে ভাসতে চলে আসে বালুকাবেলায়। তারপর বালিতে এসে আটকে যায়।

এমন এক ফাঁকা পালতোলা নৌকা বালিতে এসে আটকে যাওয়ার পর ওই বিচে ঘুরতে আসা প্রায় সকলেই তা দেখতে ভিড় জমান। খবর পেয়ে পুলিশও হাজির হয়। পুলিশ সকলকে ওই নৌকার ধারেকাছে যেতে নিষেধও করে।


পুলিশ এরপর ওই পরিত্যক্ত নৌকাটির মালিকের খোঁজ শুরু করে। মালিকের খোঁজও পাওয়া যায়। যদিও সেই নৌকা ওভাবে ভেসে চলে এল কীভাবে তা পরিস্কার নয়। মালিক ওই নৌকাটি সরানোর ব্যবস্থা করেন।

তবে পুলিশ এখনও বিষয়টি নিয়ে সন্দেহে। তাই তদন্ত বন্ধ হয়নি। কেন ওই নৌকাটি এভাবে জলে নিজের মত ভেসে এসে বালিতে আটকে রয়েছে সেটা রহস্যই রয়ে গেছে পুলিশের কাছে।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার মার্টল বিচে। ঘটনাটির কথা হরি কাউন্টি পুলিশ সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছে। এদিকে ওই নৌকাটিকে এর আগে সমুদ্রে নিজের মত ভাসতে দেখা গেছে বলে দাবি করেছেন অনেকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *