World

চলন্ত ট্রাকের ছাদ ফুঁড়ে বেরিয়ে এল সিংহ, লাফ দিল রাস্তায়, তটস্থ মানুষজন

হাড় হিম করা বললেও কম বলা হয়। রাজপথ দিয়ে ছুটে যাওয়া একটি ট্রাক থেকে যে একটা বিশাল চেহারার সিংহ বেরিয়ে আসবে তা কে জানত।

রাজপথ ধরে ছুটে চলেছে একের পর এক গাড়ি। সেখান দিয়েই একটি ট্রাক ছুটছিল। গতি ছিল ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সেই গতিতে থাকা একটি ট্রাকের পিছনে ছিল আরও গাড়ি। তেমনই একটি গাড়ির আরোহী ছবিটি তুলে নিয়েছিলেন। যা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে।

ভিডিওটিতে দেখা যায় সামনের ট্রাকটির ছাদ দিয়ে বেরিয়ে এল একটি বিশাল আকারের সিংহ। ট্রাকটি চলন্ত। সেই চলন্ত ট্রাকের ছাদে দাঁড়িয়ে সেখানে একটু অপেক্ষা। তারপর সেখান থেকে লম্বা ঝাঁপ রাস্তায়।

সিংহটি অতটা উঁচু থেকে রাস্তায় ঝাঁপ দেওয়ায় কিছুটা বেসামাল হয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে দিব্যি উঠে দাঁড়ায়। তারপর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। এটা দেখার পর রাস্তায় চলা গাড়ির আরোহীরা আতঙ্কিত হয়ে পড়েন।

সিংহটিকে একটি গেম ফার্মে নিয়ে যাওয়া হচ্ছিল। যে ট্রাকে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার ছাদ ফুঁড়ে যে সে এভাবে বেরিয়ে আসবে সেটা বোধহয় কল্পনাও করতে পারেননি যাঁরা তাকে পাঠাচ্ছিলেন তাঁরা।

এদিকে সিংহটি রাস্তায় নেমে আসার পর পশু হাসপাতালের বিশেষজ্ঞেরা হাজির হয়ে একটি গাছের কাছে ঘাসের ওপর তার দেখা পান। সিংহটিকে ফের ঘুমপাড়ানি ইঞ্জেকশন দেওয়া হয়।

পরীক্ষা করা হয় অত ওপর থেকে লাফ দেওয়ার পর তার কোনও আঘাত লেগেছে কিনা। আঙুল ও নখের কিছুটা ক্ষতি হলেও আঘাত তেমন গুরুতর ছিলনা।

এদিকে ঘুমপাড়ানি ওষুধের প্রভাবে ঝিমিয়ে পড়লে সিংহটিকে ফের পাকড়াও করে গেম ফার্মে পৌঁছে দেওয়া হয়। তার থেকে কোনও মানুষের কোনও ক্ষতি হয়নি।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার লিচেনবার্গ ও জিরাস্ট-এর মাঝে বেকারভিল এলাকার হাইওয়ের ওপর। কীভাবে সিংহটি ছাদ ফুঁড়ে বেরিয়ে এসেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *