SciTech

সূর্যের অজানা গোপন কথার খোঁজ পেলেন ভারতীয় বিজ্ঞানীরা, বিশ্বকে উপহার দিলেন নতুন তথ্য

সূর্যের সব রহস্যের খবর পেতে বিশ্বজুড়েই নানা গবেষণা চলছে। সেই তালিকায় ভারতও রয়েছে। এবার ভারতীয় বিজ্ঞানীরা গোটা বিশ্বকে সূর্যের এক গোপন কথার হদিশ দিলেন।

সূর্য চৌম্বকীয় শক্তিকে নিজের মধ্যে সঞ্চয় করে। তারপর তা তার বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। কিন্তু তা কীভাবে করে? সেটা এবার পরিস্কার হয়ে গেল বিশ্বের কাছে। ভারতের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-এর গবেষকেরা এই প্রথম সেই খোঁজ পেলেন। সূর্যের এক অতি গোপন রহস্য উন্মোচন করলেন তাঁরা। যা এখনও কোনও টেলিস্কোপে ধরা পড়েনি।

সূর্যের যে প্লাজমা রয়েছে তার গায়ে ছোট ছোট ফুটো তৈরি হয়। এই ছোট ছোট ফুটো অবশ্য পৃথিবীর হিসাবে বেশ বড়। লম্বায় ৩ হাজার থেকে ৪ হাজার কিলোমিটার। মানে প্রায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। কিন্তু প্রস্থে তা তুলনায় অনেকটাই ছোট। ১০০ কিলোমিটারের মধ্যে।

এগুলি সূর্যের করোনার মাঝে তৈরি হয়। কয়েক মিনিট মাত্র থাকে। তারপর মিলিয়ে যায়। আবার অন্য কোথাও তৈরি হয়। সেই কয়েক মিনিট তার আয়ু। তারপর তা হারিয়ে যায়।

স্থায়িত্ব এত কম সময় এবং প্রস্থ এত কম হওয়ায় বিজ্ঞানীদের কাছে এটি সম্বন্ধে খবরই ছিলনা। এবার ভারতীয় বিজ্ঞানীরা তার খবর দিলেন। এই ফুটো কিন্তু অনেক বড় কাজ করে চলেছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

তাঁদের ধারনা, সূর্য তার বায়ুমণ্ডলে যে চৌম্বকীয় শক্তি ছাড়ে এবং চৌম্বকীয় শক্তিকে নিজের ভিতরে ধারণ করে তা এই ফুটোর সাহায্যেই হয়। ফলে সূর্যকে চিনতে গেলে এগুলি সম্বন্ধে জানা প্রয়োজন। যার খোঁজই এতদিন বিজ্ঞানীদের কাছে ছিলনা। বিশ্বকে তার হদিশ দিলেন ভারতীয় বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *