চাঁদের দিকে তেড়ে যাচ্ছে ১০ তলা সমান গ্রহাণু, কবে ধাক্কা দিতে পারে
বিজ্ঞানীরা প্রথমে তার গতিবিধি দেখে মনে করেছিলেন গ্রহাণুটি সোজা ধাক্কা মারবে পৃথিবীকে। কিন্তু এখন সে মুখ ঘুরিয়ে চাঁদে ধাক্কা মারতে পারে বলে মনে করছেন তাঁরা।
২০২৪ সালে প্রথমবার যখন তাকে দেখা যায় তখন বিজ্ঞানীরা মনে করেছিলেন সেটি পৃথিবীকে ধাক্কা মারতে পারে। পৃথিবীর মানুষের জন্য চিন্তা তৈরি হয়। এরপর বিজ্ঞানীরা হিসাব করে দেখেন এই গ্রহাণুটি পৃথিবীকে নয় চাঁদকে ধাক্কা মারতে পারে।
এখন অবশ্য সেটি অনেক দূরে রয়েছে। সূর্যকে এই ২০২৪ ওয়াইআর৪ নামে গ্রহাণুটি ৪ বছরে একবার প্রদক্ষিণ করে। ২০২৮ সালের ডিসেম্বরে ফের সেটি পৃথিবীর কাছে এসে পড়বে। তবে পৃথিবীকে তখন ধাক্কা মারবে না। এমনকি চাঁদকেও নয়।
কিন্তু বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন ২০৩১ সালে এই গ্রহাণুটি চাঁদকে ধাক্কা মারতে পারে। চাঁদের যে দিকটি মানুষ দেখতে পান সেদিকেই আছড়ে পড়তে পারে। গ্রহাণুটি আকারে বিশাল।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দেওয়া তথ্যের ভিত্তিতে নাসার বিজ্ঞানীরা সেটির আকার অনুমান করেছেন। তাঁদের ধারনা সেটি ১০ তলা বাড়ির সমান বড়। সেটি যদি চাঁদে আছড়ে পড়ে তাহলে চাঁদে ফের একটি ক্রেটার তৈরি হবে।
কতটা সম্ভাবনা রয়েছে চাঁদে ধাক্কার? সম্ভাবনা কিন্তু বাড়ছে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। প্রথমে সম্ভাবনা ছিল ১ শতাংশের একটু বেশি। এখন সেটি বাড়তে বাড়তে ৪.৩ শতাংশ হয়েছে। হিসাব কষে তেমনই পাচ্ছেন বিজ্ঞানীরা।
চাঁদে যদি এই ২০২৪ ওয়াইআর৪ নামে গ্রহাণুটি ধাক্কা মারে তাহলে সেটা বিজ্ঞানীদের জন্য এক অপলক মুহুর্ত হতে পারে। এমন একটা ধাক্কার পর চাঁদে যে পরিবর্তন হতে পারে সেটাও নজর করার মত হবে তাঁদের জন্য।













