SciTech

অক্টোবরেই মহাকাশে ২ বিস্ময়, কোথায়, কবে, কখন দেখা যাবে মহাজাগতিক দৃশ্য

অক্টোবর মাস চলছে। এই মাসেই মহাকাশে ২টি বিস্ময় ঘটতে চলেছে। যা পৃথিবী থেকে দেখতে পারবেন আম জনতাও। কোথায়, কবে, কখন দেখা যাবে সেগুলি।

অক্টোবর মাস চলছে। সামনে দুর্গাপুজো। বঙ্গবাসীর মনে ক্রমে পুজোর ছোঁয়া গাঢ় হয়ে উঠছে। তবে এই আনন্দঘন মাসে মহাকাশে ২টি বিস্ময় ঘটতে চলেছে। যা দেখা সাধারণ মানুষের পক্ষে সম্ভব। একটি ঘটবে ১৪ অক্টোবর মহালয়ার দিন। অন্যটি ২৮ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজোর দিন।

১৪ অক্টোবর হচ্ছে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটিতে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে এমনভাবে এসে পড়বে যে সূর্যের ওপর একটি ছোট বলয় হয়ে চাঁদকে দেখা যাবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সূর্য বড় গোলক। তার সামনে ছোট গোলক হয়ে চাঁদ। চাঁদের চারধার ধরে তৈরি হবে সূর্যের উজ্জ্বল আলোর একটি বলয়। যাকে বলা হয় রিং অফ ফায়ার।

এই রিং অফ ফায়ার দেখতে পাওয়া যাবে বিশ্বের নানা প্রান্ত থেকে। তবে ভারত থেকে এটি দেখা যাবেনা। কারণ ভারতীয় সময় রাত ১১টা ২৯ মিনিটে এই গ্রহণ শুরু হবে। শেষ হবে ১১টা ৩৪ মিনিটে।

যদিও ভারতে গ্রহণ শুরু হবে রাত ৮টা ৩৪ মিনিটে। তবে ওই ৫ মিনিট রিং অফ ফায়ার থাকবে। তখন রাত থাকায় ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবেনা।

এটি দেখা যাবে প্রধানত ২ আমেরিকা থেকে। এটিই হবে এই বছরের শেষ সূর্যগ্রহণ। তবে কেউ যদি এটা দেখতে চান তাহলে ইন্টারনেটে নাসার ইউটিউব চ্যানেলে নজর রাখতে পারেন।

সূর্যগ্রহণ হাতছাড়া হচ্ছে ভারতীয়দের। তবে ২৮ অক্টোবর এই বছরের শেষ চন্দ্রগ্রহণ কিন্তু দেখা যাবে। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন রাত ১১টা ৩১ মিনিটে শুরু হবে গ্রহণ। চলবে রাত ৩টে ৩৬ মিনিট পর্যন্ত। ভারতে রাত পৌনে ২টো নাগাদ সবচেয়ে ভাল দেখা যাবে এই আংশিক চন্দ্রগ্রহণ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *