Lifestyle

স্কি করার জন্য তুষারপাতের দরকার নেই, ‘স্নো গান’-ই যথেষ্ট

Published by
News Desk

শীতের দিনে পাহাড়ের ঢালে স্কি করার বাসনা অনেকের মনেই থাকে। এর মজাই আলাদা। তবে যেসব পাহাড়ের ঢালে স্কি হয় সেখানে তার আগে তুষারপাত জরুরি। কারণ বরফ না পড়লে পাহাড়ের ঢালে বরফের পুরু স্তর তৈরি হবে না। আর তা না থাকলে স্কি-ও করা যাবে না। এবার আবার মানালির কাছে সোলাং উপত্যকায় তেমন তুষারপাত হয়নি। প্রবল ঠান্ডা থাকলেও তুষারপাতের অভাবে সেখানে স্কি বিলাসী মানুষজন ভিড় জমালেও হতাশ হচ্ছিলেন। তাঁদের সেই মন খারাপ মুছে দিল ইউরোপ থেকে আমদানি করা এক যন্ত্র।

আন্তর্জাতিক স্কিয়ার রোশনলাল ঠাকুর ইউরোপ থেকে একটি স্নো গান আনিয়েছেন। সেই স্নো গান প্রয়োগ করা হয়েছিল সোলাং উপত্যকার পাহাড়ের ঢালে বরফের স্তর তৈরি করতে। গত বৃহস্পতিবার রাতে সেখানে স্নো গান দিয়ে ৬০ থেকে ৭০ হাজার লিটার জল ছড়ানো হয়। যা সারারাত ঠান্ডায় থাকার পর ১০০ মিটার ব্যাসার্ধে ১ ফুট পুরু বরফ তৈরি করে শুক্রবার সকালে। যা স্কি করার জন্য যথেষ্ট। ফলে গত বৃহস্পতিবার পর্যন্ত মন খারাপ থাকা বহু পর্যটকের মুখে হাসি ফুটেছে। যদি প্রাকৃতিকভাবে তুষারপাত না হয় তখন ৬০ লক্ষ টাকা ব্যয়ে আনা এই স্নো গান কৃত্রিমভাবে শীতে বরফ তৈরি করবে পাহাড়ের ঢালে। যার ওপর স্বচ্ছন্দে স্কি করতে পারবেন পর্যটকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Lifestyle